ঢাকা, শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩২, ০২ মে ২০২৫, ০৪ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

এল সালভেদরে সাবেক ফুটবলারকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৫, ডিসেম্বর ২৮, ২০১৫
এল সালভেদরে সাবেক ফুটবলারকে গুলি করে হত্যা ছবি: সংগৃহীত

ঢাকা: মধ্য আমেরিকার দেশ এলসালভেদরে আলফ্রেডো পাচেসো নামে জাতীয় দলের সাবেক এক ফুটবলারকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

স্থানীয় সময় রোববার (২৭ ডিসেম্বর) ভোরে দেশটির সান্তা আনা শহরের একটি গ্যাস স্টেশনের সামনে এ হত্যাকাণ্ড ঘটে।



স্থানীয় প্রশাসনিক কর্মকর্তাদের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, ভোর সাড়ে ৩টার দিকে স্টেশনটির সামনে দিয়ে কয়েকজন বন্ধুর সঙ্গে যাওয়ার সময় পাচেসোর গতিরোধ করে একদল দুর্বৃত্ত। এরপর নির্বিচারে গুলি ছুঁড়ে তাকে হত্যা করা হয়।

কর্মকর্তারা জানান, সিডি ফাস ও নিউইয়র্ক রেড বুলস ক্লাবের সাবেক এই ফুলব্যাকের শরীরে তিনটি গুলিবিদ্ধ হয়। পরে ৩৩ বছর বয়সী এ ফুটবলারকে মৃত ঘোষণা করা হয়।

এ হামলায় পাচেসোর দুই বন্ধুও গুলিবিদ্ধ হয়েছেন বলে জানান স্থানীয় কর্মকর্তারা। হত্যাকাণ্ড তদন্তে প্রশাসনকে নির্দেশ দিয়েছে সরকার।

এ নিয়ে চলতি মাসে দ্বিতীয় কোনো মধ্য আমেরিকান ফুটবলার হত্যাকাণ্ডের শিকার হলেন। এর আগে, গত ১০ ডিসেম্বর হন্ডুরাসের মিডফিল্ডার আর্নল্ড পেরাল্টাকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৫
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।