ঢাকা, শুক্রবার, ৩ আশ্বিন ১৪৩২, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ২৬ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

পেনসিলভানিয়ায় গুলিতে ৩ পুলিশ নিহত, হামলাকারীও নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৪১, সেপ্টেম্বর ১৮, ২০২৫
পেনসিলভানিয়ায় গুলিতে ৩ পুলিশ নিহত, হামলাকারীও নিহত ফাইল ফটো

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া রাজ্যে এক বন্দুকধারীর গুলিতে তিন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। এ সময় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন আরও দুই কর্মকর্তা।

পরে পাল্টা গুলিতে নিহত হন ওই হামলাকারীও।

স্থানীয় সময় বুধবার ইয়র্ক কাউন্টির কোডোরাস টাউনশিপে এই ঘটনা ঘটে। খবর রয়টার্সের।

রাজ্য পুলিশের কমিশনার কর্নেল ক্রিস্টোফার প্যারিস জানিয়েছেন, পুলিশ কর্মকর্তারা আগের দিনের একটি পারিবারিক কলহজনিত ঘটনার তদন্তে ওই বাড়িতে গিয়েছিলেন। অভিযানের সময় হঠাৎ করেই গুলিবর্ষণ শুরু করে এক বন্দুকধারী। ঘটনাস্থলেই প্রাণ হারান তিন পুলিশ কর্মকর্তা।

তিনি আরও জানান, গুরুতর আহত অবস্থায় দুই কর্মকর্তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক হলেও স্থিতিশীল।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, তদন্তের অংশ হিসেবে পুলিশ সদস্যরা যখন তল্লাশি চালাচ্ছিলেন, তখনই ওই গুলিবিনিময়ের ঘটনা ঘটে।

পরে পুলিশের পাল্টা গুলিতে বন্দুকধারীও নিহত হন। তবে এখন পর্যন্ত তার পরিচয় প্রকাশ করা হয়নি।  

ঘটনার পর হাসপাতালে গিয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান পেনসিলভানিয়ার গভর্নর জোশ শাপিরো।  

এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।