ঢাকা, রবিবার, ২১ বৈশাখ ১৪৩২, ০৪ মে ২০২৫, ০৬ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

বিয়ে করতে বয়স বাড়ালো কিশোর!

অফবিট ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৬, নভেম্বর ২৩, ২০১৪
বিয়ে করতে বয়স বাড়ালো কিশোর!

ঢাকা: মাথায় চেপেছে বিয়ের ভূত! কিন্তু বয়স মাত্র ১৮ বছর। আইনত ‘নাবালক’ বলে কি তবে বিয়ে করা হবে না? ‘না’ মানতে নারাজ কিশোর অবাক কাণ্ড ঘটিয়ে বিয়ে করেই ফেললো।

আসল বয়সের চেয়ে আরও তিন বছর বেশি বাড়িয়েই ১৯ বছরের তরুণীর গলায় মালা পরিয়ে দিলো সে।

সম্প্রতি এ কাণ্ড ঘটিয়েছে ভারতের গুজরাটের আহমেদাবাদের কুবেরনগরের বাসিন্দা প্রবীণ ধাওয়াল।

জানা যায়, ১৯ বছর বয়সী এক তরুণীকে বেশ পছন্দ হওয়ায় বিয়ের সিদ্ধান্ত নেয় সে। কিন্তু এতে বাধা হয়ে দাঁড়ায় বয়স। কিন্তু সে বাধাকে সহজেই উপড়ে ফেলে প্রবীণ, হলফনামায় নিজেকে দাবি করে ২১ বছর বয়সের তাগড়া তরুণ।

তারপর স্থানীয় একটি মন্দিরে বিয়ে করে নেয় এবং একটি সংস্থার কাছ থেকে বিয়ের সনদ নিয়ে নেয়।

পরে প্রবীণের এই কাণ্ডের কথা জানতে পেরে তা নাকচ করে দেন অভিভাবকরা। তারা দাবি করেন, প্রবীণের জন্ম ১৯৯৬ সালের ২৪ জুলাই, সে হিসেবে তার বয়স ১৮ বছর। সে আইনত নাবালক, তার বিয়ে বৈধ নয়।

পরে প্রবীণকে গ্রেফতার করে তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনে পুলিশ। অবশ্য কিশোর আদালত থেকে জামিন পায় সে।

প্রবীণের মা-বাবা এই বিয়ে বাতিলের জন্য সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করেছেন।

তাদের আইনজীবীর দাবি, আইনত প্রবীণ নাবালক। কিন্তু যে তরুণীর সঙ্গে সে পালিয়ে বিয়ে করেছে তিনি সাবালিকা। তাই দায়ভার তরুণীরই।

অবশ্য, এলাকায় পেশাদায় জুয়াড়ি হিসেবে পরিচিতি রয়েছে প্রবীণের।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।