অস্ট্রেলিয়ার নির্বাচনে আবারো জয় পেল লেবার পার্টি। অস্ট্রেলীয় ভোটাররা দলটিকে ভূমিধস বিজয় উপহার দিয়েছে, যার মাধ্যমে দলটি দ্বিতীয় মেয়াদে সরকারে ফিরছে।
চূড়ান্ত ফলাফল প্রকাশে সময় লাগলেও ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই দেশটির ইলেকটোরাল কমিশন ঘোষিত অনানুষ্ঠানিক প্রাথমিক ফলফলের ভিত্তিতে নিজ দলকে জয়ী দাবি করেছেন বর্তমান প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবেনিজ।
এই ফলাফল প্রাথমিক জরিপগুলোকে ভুল প্রমাণ করেছে এবং বিরোধী জোটকে তীব্রভাবে প্রত্যাখ্যান করেছে।
বিশ্লেষকদের মতে, এটি লেবার সরকারের নীতির প্রতি জনসমর্থনের স্পষ্ট ইঙ্গিত, যেখানে অর্থনীতি, জলবায়ু নীতি ও স্বাস্থ্যসেবা ইস্যুতে জনগণ তাদের অবস্থান স্পষ্ট করেছে।
নিজ দলের সমর্থকদের উদ্দেশ্যে বিজয়ী ভাষণে আলবেনিজ জানান, লেবার পার্টি এবারের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। তিনি বলেন, এই বিজয় কেবল আমাদের দলের নয়, এটি অস্ট্রেলিয়ার জনগণের বিশ্বাস ও প্রত্যাশার প্রতিফলন।
প্রধান বিরোধী দল লিবারেল পার্টির নেতা পিটার ডাটন আলবেনিজকে অভিনন্দন জানিয়েছেন এবং নিজ সংসদীয় আসন থেকেও পরাজয় স্বীকার করেছেন।
এই নির্বাচনের মাধ্যমে অস্ট্রেলিয়ায় আলবেনিজ সরকারের আরেক দফা শাসনকাল নিশ্চিত হলো।
এবারের ভোটে প্রবাসী অস্ট্রেলীয়রা ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন। অস্ট্রেলিয়ার পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, এবার বার্লিন, হংকং, লন্ডন ও নিউইয়র্কসহ ৮৩টি দেশে ১১১টি ভোট কেন্দ্রের ব্যবস্থা করা হয়েছে।
এবারের নির্বাচনে বড় ইস্যু ছিল অস্ট্রেলিয়ার জীবনযাত্রার ব্যয়। এছাড়া স্বাস্থ্যসেবা ও হাউজিং ব্যয় নিয়েও ভোটাররা উদ্বিগ্ন ছিলেন। তবে সব শঙ্কা ছাপিয়ে টানা দ্বিতীয়বারের মত সরকার গঠন রতে যাচ্ছে লেবার পার্টি।
সূত্র: বিবিসি
এমএম