ঢাকা, শুক্রবার, ১ কার্তিক ১৪৩২, ১৭ অক্টোবর ২০২৫, ২৪ রবিউস সানি ১৪৪৭

আন্তর্জাতিক

চীনে বিভিন্ন অভিযোগে এক সপ্তাহে ৩০ ‘খ্রিস্টান ধর্মাবলম্বী’ গ্রেপ্তার

আন্তজার্তিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪৩, অক্টোবর ১৬, ২০২৫
চীনে বিভিন্ন অভিযোগে এক সপ্তাহে ৩০ ‘খ্রিস্টান ধর্মাবলম্বী’ গ্রেপ্তার গ্রেপ্তার হওয়া খ্রিষ্টান ধর্মযাজক জিন মিংগ্রি: ফাইল ফটো

চীনে বিভিন্ন অভিযোগে খ্রিষ্টান ধর্মাবলম্বী সন্দেহভাজন ধরপাকড় বেড়েছে। গত এক সপ্তাহে ৩০ জন খ্রিষ্টান ধর্মাবলম্বীকে গ্রেপ্তার করা হয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি সূত্রে এ তথ্য পাওয়া গেছে।

বিবিসি জানায়, গত সপ্তাহে প্রার্থনা করতে গিয়ে নিখোঁজ হন একজন খ্রিষ্টান ধর্মযাজক। এরপরই গত শুক্রবার যুক্তরাষ্ট্রে বসবাসকারী গ্রেস জিন ড্রেক্সেল চীনে বসবাসকারী তার ধর্মযাজক বাবা জিন মিংগ্রির কাছ থেকে একটি বার্তা পান। ওই বার্তায় বলা হয়, তার মেয়ে যেন নিখোঁজ খ্রিষ্টান ধর্মযাজকের জন্য প্রার্থনা করে। এর কিছুক্ষণ পর গ্রেস জিন ড্রেক্সেলের কাছে তার মায়ের একটি ফোন আসে। মা তাকে ফোনে জানান তার বাবার সঙ্গে তিনি যোগাযোগ করতে পারছেন না। মেয়ের আর বুঝতে বাকি রইল না তার বাবাও ওই ঘটনার সঙ্গে জড়িয়ে পড়েছেন। যে কারণে তার বাবাও এখন নিখোঁজ হয়ে পড়েছেন।

এক্ষেত্রে চীনে পাস হওয়া নতুন আইনের দিকে ইঙ্গিত করেছেন অনেকে। বলা হচ্ছে, এ আইন গির্জার গোপন কার্যকলাপ বন্ধ করতে এবং সাম্প্রতিক মাসগুলোতে গির্জার সদস্যদের ওপর কর্তৃপক্ষের চাপ বৃদ্ধির লক্ষ্যে কাজ করছে।

নাস্তিক চীনা কমিউনিস্ট পার্টি রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার পরও, চীনে উল্লেখযোগ্য খ্রিষ্টান জনসংখ্যা রয়েছে। সাম্প্রতিক সরকারি পরিসংখ্যান অনুসারে, প্রায় তিন কোটি ৮০ লাখ প্রোটেস্ট্যান্ট এবং প্রায় ৬০ লাখ ক্যাথলিক বসবাস করছেন দেশটিতে।

২০০৫ সাল এবং পরবর্তীতে ২০১৮ সালে, চীনা সরকার ধর্মীয় গোষ্ঠীগুলোর ওপর নিয়ন্ত্রণ কঠোর করে। এরপর ২০১৬ সালে, চীনা নেতা শি জিনপিং ধর্মের "জাতীয়করণ" করারও আহ্বান জানান।

২০১৮ সালের নিয়ম অনুসারে, জায়নের মতো ভূগর্ভস্থ গির্জাগুলো বিশেষভাবে প্রভাবিত হয়েছিল, যেখানে জনসমক্ষে উপাসনা করার জন্য সরকারের অনুমোদন প্রয়োজন ছিল। অনেকেই প্রকাশ্যে কার্যক্রম বন্ধ করে অনলাইন সেবা চালু করতে বাধ্য হন, অথবা পুরোপুরি বন্ধ করে দেন। পরবর্তী বছরগুলোতে বেশ কয়েকজন যাজককে গ্রেপ্তার এবং শাস্তি দেওয়ার ঘটনাও ঘটেছে। সাম্প্রতিক মাসগুলোতে, আবারও কঠোর হওয়ার বার্তা দিচ্ছে চীনা কর্তৃপক্ষ।

গত মে মাসে, আইনের বাস্তবায়নকে দুর্বল করা এবং কুসংস্কারাচ্ছন্ন কার্যকলাপ ব্যবহার করার অভিযোগে আটক করা হয়েছিল শি'আনের লাইট অব জিওন চার্চের যাজক গাও কোয়ানফুকে।

পরের মাসে শানসির লিনফেন গোল্ডেন ল্যাম্পস্ট্যান্ড চার্চের বেশ কয়েকজন সদস্যকে জালিয়াতির অভিযোগে বছরের পর বছর কারাদণ্ড দেওয়া হয়েছিল, যেখানে অধিকার গোষ্ঠীগুলো অন্যায়ভাবে দোষী সাব্যস্ত হয়েছিল বলে সমালোচনা হয়।

এরপর সেপ্টেম্বরে, ধর্মীয় কর্মীদের জন্য একটি নতুন অনলাইন আচরণবিধি ঘোষণা করে চীনা কর্তৃপক্ষ, যা শুধুমাত্র লাইসেন্সপ্রাপ্ত গোষ্ঠীগুলোকে অনলাইনে ধর্মোপদেশ পরিচালনার অনুমতি দেয়।

মিজ জিন ড্রেক্সেল বিবিসিকে বলেন, গত কয়েক মাসে, জিওন গির্জার সদস্যরাও পুলিশ অফিসারদের ক্রমবর্ধমান জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন। গত শুক্রবার এবং শনিবার, চীনা কর্তৃপক্ষ বেইজিং এবং সাংহাইসহ কমপক্ষে ১০টি শহরে ব্যাপক অভিযান শুরু করেছে।

গির্জার তথ্য অনুসারে, গুয়াংজি প্রদেশের বেইহাই শহরে তার প্রধান ঘাঁটি থেকে জিনকে ধরে নিয়ে যাওয়া ছাড়াও অন্যান্য যাজক, নেতা এবং ধর্মসভার সদস্যদেরও গ্রেপ্তার করা হয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত জিওন চার্চের একজন যাজক এবং মুখপাত্র শন লং বলেছেন, চীন জুড়ে দ্রুত ধর্মীয় নিপীড়নের একটি নতুন ঢেউ উঠছে। গির্জাগুলোকেও টার্গেট করা হয়েছে।

প্রতিক্রিয়া জানতে চাইলে লন্ডনে অবস্থিত চীনা দূতাবাসের একজন মুখপাত্র বিবিসিকে বলেন, আমরা জোর দিয়ে বলতে চাই যে চীনা নাগরিকরা আইন অনুসারে ধর্মীয় বিশ্বাসের স্বাধীনতা উপভোগ করেন। তবে, সমস্ত ধর্মীয় গোষ্ঠীকে ধর্মীয় কার্যকলাপে চীনের আইন ও বিধি মেনে চলতে হবে।

এ সপ্তাহের শুরুতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর বক্তব্যের প্রতিক্রিয়ায় চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, তারা তথাকথিত ধর্মীয় বিষয়গুলোতে চীনের অভ্যন্তরীণ বিষয়ে মার্কিন হস্তক্ষেপের দৃঢ় বিরোধিতা করে।

জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।