ঢাকা, বৃহস্পতিবার, ৭ কার্তিক ১৪৩২, ২৩ অক্টোবর ২০২৫, ০১ জমাদিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

হামাসকে তো দুই মিনিটেই শেষ করা যায়: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২২, অক্টোবর ২২, ২০২৫
হামাসকে তো দুই মিনিটেই শেষ করা যায়: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হামাস একটি অত্যন্ত সহিংস গোষ্ঠী এবং প্রয়োজন হলে ‘আমরা দুই মিনিটেই এটাকে থামিয়ে দিতে পারি’। তবুও এখন তাদের যুদ্ধবিরতি মেনে চলার জন্য একটি সুযোগ দেওয়া হচ্ছে।

 

মঙ্গলবার (২১ অক্টোবর) হোয়াইট হাউসে আয়োজিত দীপাবলি উৎসবে এসব কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট।  

ট্রাম্প বলেন, আমরা এখন বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠায় কাজ করছি; সবাইকে একসঙ্গে নিয়ে আসছি। আমি যখনই মধ্যপ্রাচ্য থেকে ফোন পাই, সেখানে আমরা খুব ভালো করছে বলেই শুনি। অনেক দেশ এখন মধ্যপ্রাচ্যের শান্তি চুক্তিতে যুক্ত হয়েছে, যা একসময় অসম্ভব মনে হতো।

এ সময় তিনি হামাসকে ‘খুবই সহিংস’ আখ্যায়িত করেন। ট্রাম্প বলেন, আমরা চাইলে দুই মিনিটেই এটা থামিয়ে দিতে পারি; কিন্তু আমরা তাদের একটি সুযোগ দিচ্ছি। তারা প্রতিশ্রুতি দিয়েছে তারা সৎভাবে আচরণ করবে, কাউকে হত্যা করবে না।

একই সঙ্গে ট্রাম্প সতর্ক করে বলেন, যদি হামাস চুক্তি ভঙ্গ করে তাহলে দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি দাবি করেন, এখন মধ্যপ্রাচ্যে যে দেশগুলো একসময় একে অপরকে ঘৃণা করতো, তারা এখন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলছে এবং ইতিহাসে এমন দৃশ্য বিরল।  

এর আগে ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে (ট্রুথ সোশ্যালে) হুঁশিয়ারি দিয়ে লিখেছিলেন, যদি হামাস প্রতিশ্রুতি ভঙ্গ করে তবে তাদের পরিণতি ‘দ্রুত, কঠোর ও নির্মম’ হবে। তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ, যারা এখন যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র, তারা চুক্তি ভাঙলে গাজার দিকে প্রবেশ করে কঠোর ব্যবস্থা নিতে প্রস্তুত। কিন্তু এখনই নয়; এখনো আশা আছে হামাস সঠিক কাজ করবে।  

ট্রাম্পের এই মন্তব্যগুলো এমন সময় এসেছে যখন তিনি মধ্যস্থতা করে গাজা যুদ্ধে যুদ্ধবিরতি ও বন্দি মুক্তির একটি চুক্তিতে ভূমিকা রেখেছেন এবং সেসব চুক্তি বাস্তবায়নে চাপ প্রয়োগ করছেন। বিদেশি গণমাধ্যমগুলোর ওপর ভিত্তি করে বলা হচ্ছে, তিনি হামাসকে সমর্থন না করে নিরস্ত্রীকরণে জোর দিচ্ছেন। প্রয়োজন হলে শক্তি প্রয়োগের হুমকিও দিয়েছেন।

এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।