বয়স তার মাত্র ৩১ ছুঁয়েছে। ইতোমধ্যেই কোটিপতির খেতাব অর্জন করেছেন ভারতের মেধাবী এক তরুণ।
ওই কনিষ্ঠতম কোটিপতি ১৯৯৪ সালের ৭ জুনে তামিলনাড়ুর চেন্নাইয়ে জন্মান। ছেলেবেলা থেকেই বিজ্ঞানের প্রতি বেশ তার আগ্রহ জন্মায়। আইআইটি মাদ্রাজে পড়াশোনাও করেছেন অরবিন্দ। তখন থেকেই তিনি রিইনফোর্সমেন্ট লার্নিং ও অ্যাডভান্সড রিইনফোর্সমেন্ট লার্নিং নিয়ে পড়িয়েছেন। এরপর ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, বার্কলে থেকে ২০২১ সালে কম্পিউটার সায়েন্সে পিএইচডি ডিগ্রি লাভ করেন। ২০২০-২০২১ সালে শ্রীনিবাস স্প্রিং সেমেস্টারের সময় ডিপ আনসুপারভাইজড লার্নিংও পড়িয়েছেন।
২০০২ সালের আগস্টে অরবিন্দের বয়স যখন ২৮ বছর তখন ডেনিস ইয়ারাতাস ও অ্যান্ডি কোনউইনস্কি নামে দুই ব্যক্তির সঙ্গে তিনি গড়ে তোলেন নিজেদের উদ্যোগ ‘পারপ্লেক্সিটি’। এটি এআইচালিত চ্যাটভিত্তিক সার্চ ইঞ্জিন জিপিটি-৩–এর মতো মডেল ব্যবহার করে ব্যবহারকারীদের প্রশ্নের দ্রুত, নির্ভুল আর বিশ্বাসযোগ্য উত্তর দেওয়ার জন্য প্রতিষ্ঠা করা হয়।
২০২৩ সালের জানুয়ারি থেকে অরবিন্দ শ্রীনিবাস ‘ইলেভেনল্যাবস’ ও ‘শুনো’র মতো উদীয়মান এআই স্টার্টআপের বড় বিনিয়োগকারী (অ্যাঞ্জেল ইনভেস্টর) হিসেবে আত্মপ্রকাশ করেন। নিজস্ব উদ্যোগের পাশাপাশি সফল বিনিয়োগ অরবিন্দকে ভারতের সবচেয়ে কম বয়সী ‘বিলিয়নিয়ারের’ তকমা এনে দিয়েছে।
এএটি