ঢাকা, রবিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

জাতিসংঘের নারীবিষয়ক কমিটি থেকে ইরান বাদ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০৩, ডিসেম্বর ১৫, ২০২২
জাতিসংঘের নারীবিষয়ক কমিটি থেকে ইরান বাদ

জাতিসংঘের নারীবিষয়ক একটি পর্ষদ থেকে ইরানকে বাদ দেওয়া হয়েছে। দেশটিতে চলমান বিক্ষোভ-আন্দোলন দমনের জেরে এই পর্ষদ থেকে তাদের বাদ দেওয়ার প্রস্তাব দেয় যুক্তরাষ্ট্র।

 

ইরানের বিরুদ্ধে পদ্ধতিগতভাবে নারী অধিকার লঙ্ঘনের অভিযোগ এনে বুধবার কমিশন অন দ্য স্ট্যাটাস অব উইমেন থেকে ইরানকে বাদ দেওয়ার প্রস্তাবে ভোট দেয় জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কাউন্সিলের (ইকোসক) ৫৪টি সদস্যরাষ্ট্র।

২৯-৮ ভোটে প্রস্তাবটি পাস হয়। ১৬টি দেশ এই প্রস্তাবের পক্ষে বা বিপক্ষে ভোট দেওয়া থেকে বিরত ছিল।

জাতিসঙ্গে যুক্তরাষ্ট্রের দূত থমাস গ্রিনফিল্ড টুইটারে লিখেছেন, জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলো কমিশন অন দ্য স্ট্যাটাস অব উইমেন থেকে ইরানকে সরিয়ে দিতে ভোট দিয়েছে।

তিনি আরও লেখেন, ইরানের নারী ও অধিকারকর্মীরা আমাদের এটি করতে বলেছিলেন। আমরা আজ এটি করতে পেরেছি।  

এই সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছে ইরান। এর আগে দেশটি বলেছিল এই পদক্ষেপ অনভিপ্রেত এক নজির তৈরি করবে ।  

ইরানে পুলিশ হেফাজতে মাহসা আমিনি নামে ২২ বছরের এক তরুণীর মৃত্যু ঘিরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।  

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২২
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ