ঢাকা, শনিবার, ৬ আশ্বিন ১৪৩১, ২১ সেপ্টেম্বর ২০২৪, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

উত্তর কোরিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০২২
উত্তর কোরিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা উত্তর কোরিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা

উত্তর কোরিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।  আমেরিকা, জাপান ও দক্ষিণ কোরিয়া এ নিষেধাজ্ঞা জারি করেছে।

একের পর এক মিসাইল নিক্ষেপ ও পরীক্ষা চালানোর ঘটনায় দেশটির বিরুদ্ধে এ পদক্ষেপ নেওয়া হলো।

শুক্রবার (২ ডিসেম্বর) এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম রয়টার্স টাইম

কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে মার্কিন যুক্তরাষ্ট্র দেশটির তিন ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে। আর জাপান তিনটি গোষ্ঠী ও একজন ব্যক্তির নামে জারি করেছে এ নিষেধাজ্ঞা।

অন্যদিকে, দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক অস্ত্র উন্নয়ন কর্মসূচির সঙ্গে যুক্ত আট ব্যক্তি ও সাতটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করল।

গণমাধ্যমের সূত্রে জানা গেছে, উত্তর কোরিয়াকে কোনোভাবেই আলোচনা টেবিলে বসাতে না পারায় নতুন এ নিষেধাজ্ঞা জারি করেছে প্রতিবেশি দক্ষিণ কোরিয়া ও তার দুই মিত্র জাপান এবং যুক্তরাষ্ট্র।

বাংলাদেশ সময়: ১৩৪৭ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।