ঢাকা, বুধবার, ২৫ বৈশাখ ১৪৩১, ০৮ মে ২০২৪, ২৮ শাওয়াল ১৪৪৫

খেলা

ভুটান ম্যাচ দিয়ে অধিনায়কত্ব ছাড়বেন মামুনুল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৭ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৫
ভুটান ম্যাচ দিয়ে অধিনায়কত্ব ছাড়বেন মামুনুল মামুনুল ইসলাম / ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মামুনুল ইসলাম। সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্ব থেকে বাংলাদেশ দলের বিদায়ের হতাশা থেকেই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন।


 
রোববার (২৭ ডিসেম্বর) ভারতের কেরালায় সাংবাদিকদের কাছে পদত্যাগের ঘোষণা দেন মামুনুল। সাফ গেমসের শেষ ম্যাচে ভুটানের বিপক্ষে বাংলাদেশ জাতীয় দলের হয়ে শেষবারের মতো তিনি অধিনায়কত্ব করবেন।

অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেওয়ার কারণ হিসেবে মামুনুলের ভাষ্য, ‘দলের অধিনায়কের দায়িত্ব নিয়ে সব সময় হারতে চাই না। বর্তমান দলটি নিয়ে এগোনো কঠিন। তবে দলের ওপর আমার পূর্ণ আস্থা রয়েছে। কিন্তু, এভাবে বারবার ম্যাচ হারাটা আমার জন্যও লজ্জাজনক। তাই অধিনায়কত্ব ছাড়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি। ভুটানের বিপক্ষে ম্যাচটিই হবে অধিনায়ক হিসেবে আমার শেষ ম্যাচ। ’

সোমবার (২৮ ডিসেম্বর) ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ। ভারতের কেরালার ত্রিভান্দ্রাম স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৪টায় খেলা শুরু হবে।

প্রসঙ্গত, বাংলাদেশের পাশাপাশি ভুটানও গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে। তাই নিজেদের প্রথম দুই ম্যাচে জয়হীন থাকায় শেষ ম্যাচে নিশ্চিতভাবেই সান্ত্বনার জয়ের লক্ষ্যে মাঠে নামবে দু’দল।
 
বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, ২৭ ডিসেম্বর ২০১৫
এইচএল/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।