দক্ষিণ কোরিয়ার গুমিতে আজ থেকে শুরু হয়েছে এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ। প্রথম দিন ট্র্যাক অ্যান্ড ফিল্ডে নামেন বাংলাদেশের দ্রুততম মানব মোহাম্মদ ইসমাইল ও মানবী শিরিন আক্তার।
ছেলেদের ইভেন্টে ইসমাইল ছিলেন চতুর্থ হিটে। আট জন অ্যাথলেটের মধ্যে সপ্তম হন তিনি। দৌড় শেষ করেন ১১.০৩ সেকেন্ডে। অথচ গত ফেব্রুয়ারিতে জাতীয় অ্যাথলেটিকসে তার টাইমিং ছিল ১০.৬১ সেকেন্ড। তা ছুঁতে পারলেই পরের রাউন্ডে যেতে পারতেন এই অ্যাথলেট।
শিরিনকে নামতে হয় প্রথম হিটেই। তবে সাত জনের মধ্যে সপ্তম হয়ে দৌড় শেষ করেন তিনি। তার টাইমিং ছিল ১২.৩১। ছেলেদের হাইজাম্পে হতাশ করেছেন মাহফুজুর রহমান। বাছাইপর্বে ২.৫ মিটার উচ্চতায় লাফ দিয়েও জায়গা করে নিতে পারেননি পরের পর্বে।
এআর/আরইউ