আন্তর্জাতিক মঞ্চে নিজেদের উন্নতির লক্ষ্যে জর্ডান পৌছেছে বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দল। ফিফা উইমেন্স ইন্টারন্যাশনাল ম্যাচ উইন্ডোর অংশ হিসেবে জর্ডানে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ।
বাংলাদেশ সময় রাত ১০টায় সবাই হোটেলে প্রবেশ করেছেন। মানসিক ও শারীরিকভাবে খেলোয়াড়দের সবাই ভালো অবস্থায় আছে বলে বাফুফের বিবৃতিতে জানানো হয়েছে। মূলত উইমেন’স এশিয়ান কাপের বাছাইয়ের আগে নিজেদের ভুল-ত্রুটি শুধরে নেওয়ার লক্ষ্যে দুটি ম্যাচ খেলতে জর্ডানে গেছে বাংলাদেশ জাতীয় নারী দল। ত্রিদেশীয় সিরিজে স্বাগতিক জর্ডান ও ইন্দোনেশিয়ার বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে বাংলাদেশ।
আগামী জুনের তৃতীয় সপ্তাহে বাংলাদেশ নারী দলের এশিয়ান কাপ বাছাই মিয়ানমারে। সেই টুর্নামেন্টের প্রস্তুতির জন্য বাফুফে জর্ডানে দুটি প্রীতি ম্যাচ খেলার ব্যবস্থা করেছে। জর্ডান ও ইন্দোনেশিয়া দুই দলই বাংলাদেশের চেয়ে র্যাংকিংয়ে অনেক এগিয়ে। ৩১ মে ইন্দোনেশিয়া ও ৩ জুন জর্ডানের বিপক্ষে খেলবে বাংলাদেশ।
এআর