জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্ম জয়ন্তী উপলক্ষে আলোচনাসভা, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বসুন্ধরা শুভসংঘ সরকারি আজিজুল হক কলেজ শাখার উদ্যোগে এই কর্মসূচিগুলো পালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. শওকত আলম মীর। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কাজী নজরুল ইসলামকে নিয়ে আমাদের হৃদয়ে একটা শ্রদ্ধার জায়গা রয়েছে। সেই শ্রদ্ধার জায়গা থেকেই আজ আমাদের জাতীয় কবির জন্মবার্ষিকীতে তার স্মৃতিচারণ করছি। আজকের এই আয়োজন সার্থক হোক। আমাদের জানার যে আকাঙ্ক্ষা রয়েছে এই আকাঙ্ক্ষা যেন পথ চলার শক্তি হিসেবে কাজ করে।
আলোচনাসভা, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে বসুন্ধরা শুভসংঘ সরকারি আজিজুল হক কলেজে শাখা, বগুড়ার সাধারণ সম্পাদক মুনিরুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল ওয়াহেদ সরকার এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চিলাহাটি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল হাই।
সংগঠনের দপ্তর সম্পাদক মো. রমজানের সঞ্চালনায় আরো বক্তব্য দেন পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. রফিকুক ইসলাম খান সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. মোস্তফা কামাল সরকার, উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. মতিউর রহমান, পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক আসাদুল্লাহ আল গনি, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. গোলাম রাব্বি, ইতিহাস বিভাগের প্রভাষক মো. আরিফুর রহমান, বসুন্ধরা শুভসংঘ বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক আশফাক উর রহমান ও কালের কণ্ঠের মাল্টিমিডিয়া রিপোর্টার মো. তহমিদুর রহমান।
‘আমি চিরতরে দূরে চলে যাব, তবু আমারে দেব না ভুলিতে’- কবির এই অমর কথা স্মরণে রেখে বক্তারা নিজেদের অভিমত তুলে ধরেন। তারা বলেন, ‘বাঙালি জাতি কবিকে আজও ভুলেনি। বাংলা সাহিত্যে তার অবদান অসামান্য।
কবি নজরুল তার প্রত্যয়ী ও বলিষ্ঠ লেখনীর মাধ্যমে মানুষকে যেমন মুক্তি সংগ্রামে অনুপ্রাণিত ও উদ্দীপ্ত করেছেন তেমনি ভালোবাসা, মানবতা ও সাম্যের পথ দেখিয়েছেন। তার সৃষ্টিশীল লেখাগুলো আমাদের জাতীয় জীবনে এখনো প্রাসঙ্গিক।
অনুষ্ঠানের শুরুতে কাজী নজরুল ইসলামের জীবনী নিয়ে উন্মুক্ত কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রথম স্থান অধিকার করেন সোহানুর রহমান, দ্বিতীয় স্থান অধিকার করেছেন রবিউল ইসলাম এবং যৌথভাবে তৃতীয় হয়েছেন সৈয়দ ফয়সাল ও মো. সাদি মাহমুদ।
কবিতা পাঠ করেন আবু সায়েম নিশাত, মহসিনা ইসলাম, রবিউল, মহসিনা আখি, উম্মে হানি হিয়া, উদয়, ফাতেমা-তুজ-জোহরা, জহুরুল ইসলাম।
সংগীত পরিবেশন করেন অনসূয়া ভট্টাচার্য, আহানাফ, রমজানসহ অন্যান্য শিল্পীবৃন্দ। আলোচনাসভা শেষে প্রতিযোগিতায় উত্তীর্ণদের হাতে অতিথিরা পুরস্কার তুলে দেন।
এনডি