ঢাকা, সোমবার, ২৭ আশ্বিন ১৪৩২, ১৩ অক্টোবর ২০২৫, ২০ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

পিআরসহ পাঁচ দফা দাবিতে ঝিনাইদহে জামায়াতের স্মারকলিপি পেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২০, অক্টোবর ১২, ২০২৫
পিআরসহ পাঁচ দফা দাবিতে ঝিনাইদহে জামায়াতের স্মারকলিপি পেশ পিআরসহ পাঁচ দফা দাবিতে ঝিনাইদহে জামায়াতে ইসলামী শোভাযাত্রা সহকারে জেলা প্রশাসকের কার্যালয়ে যেয়ে স্মারকলিপি পেশ করে

ঝিনাইদহ: জুলাই সনদ বাস্তবায়ন, পিআর পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে ঝিনাইদহে র‌্যালি ও প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ করেছে জামায়াতে ইসলামী।

রোববার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে র‍্যালি বের হয়।

র‌্যালিটি ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে দাবিসম্বলিত স্মারকলিপি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর প্রদান করা হয়।

এর আগে শহীদ মিনার চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে জেলা জামায়াতের আমীর অধ্যাপক আলী আজম আবু বকর, নায়েবে আমীর আব্দুল আলিম, সেক্রেটারি অধ্যাপক আব্দুল আওয়াল বক্তব্য রাখেন।

বক্তারা ফেব্রুয়ারিতে নির্বাচনের আগেই জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান। সেইসাথে জাতীয় পার্টিসহ ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ, ফ্যাসিস্ট সরকারের গণহত্যা ও দুর্নীতির দৃশ্যমান বিচারেরও দাবি করেন তারা।

এসএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।