ঢাকা, রবিবার, ২৬ আশ্বিন ১৪৩২, ১২ অক্টোবর ২০২৫, ১৯ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

গ্যাস লিকেজের বিস্ফোরণে দগ্ধ ভাই-বোনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৫৫, অক্টোবর ১২, ২০২৫
গ্যাস লিকেজের বিস্ফোরণে দগ্ধ ভাই-বোনের মৃত্যু

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ দুই ভাই-বোন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

শনিবার (১১ অক্টোবর) দুপুর ২টার দিকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) বড় বোনের মৃত্যু হয়।

এর আগে, বৃহস্পতিবার (৯ অক্টোবর) একই হাসপাতালে ছোট ভাই মারা যায়।

বিস্ফোরণ ঘটেছিল ১ অক্টোবর রাত ৮টার দিকে উপজেলার বসুরহাট পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের মডার্ণ রোডের রাহাত মঞ্জিলের দ্বিতীয় তলার ভাড়া বাসায়। এতে একই পরিবারের চারজন দগ্ধ হয়।

নিহত দুই শিশুর বাবা কুমোদ চন্দ্র নাথ জানান, আমরা দুর্গাপূজার অনুষ্ঠানে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। হঠাৎ ঘরের মধ্যে গ্যাস লাইনের পাইপ বিস্ফোরণে বিভিন্ন কক্ষে আগুন ছড়িয়ে পড়ে। এতে আমি, আমার স্ত্রী সবিতা রানী নাথ, ছেলে ও মেয়েসহ চারজন দগ্ধ হই। বড় মেয়ে ঐর্দিকা (৮) ও ছেলে তূর্যর (৪) শরীরের প্রায় ৪০ শতাংশ দগ্ধ হয়। আমরা স্বামী-স্ত্রী ২০ শতাংশের নিচে দগ্ধ হয়েছি।

সেই দিন রাতে ঐর্দিকা ও তূর্যকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। তূর্যের অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে রাখা হয়। ৯ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টায় তার মৃত্যু হয়। পরে বড় মেয়ে ঐর্দিকাকে আইসিইউতে রাখা হয় এবং শনিবার দুপুর ২টার দিকে তিনি মারা যান।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম জানান, বিষয়টি আমার জানা নেই। তবে এ বিষয়ে খোঁজ খবর নেওয়া হবে।

এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।