শরীয়তপুরের গোসাইরহাটে মেঘনার শাখা নদীতে যৌথবাহিনীর অভিযানে প্রজনন মৌসুমে জাটকা ও মা ইলিশ ধরার নিষেধাজ্ঞা অমান্য করে পরিবহন করা প্রায় ৪০০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে।
শনিবার (১১ অক্টোবর) দুপুরে কোদালপুর ইউনিয়নের মাউছাখালী এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানটি নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুদীপ্ত ঘোষ। এতে সেনাবাহিনী, পুলিশ ও উপজেলা প্রশাসনের সদস্যরা অংশ নেন। অভিযানের সময় তিনটি ট্রলার আটক করা হলেও সংশ্লিষ্ট জেলেরা পালিয়ে যায়।
গোসাইরহাট উপজেলা মৎস্য বিভাগ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ৪০০ কেজি ইলিশ জব্দ করা হয়। পরে জব্দকৃত মাছগুলো বিভিন্ন এতিমখানা ও মাদরাসায় বিতরণ করা হয়। আটক ট্রলারগুলো বর্তমানে মৎস্য বিভাগের হেফাজতে রয়েছে।
অভিযান শেষে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবুল কাশেম বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে কিছু অসাধু জেলে নদীপথে ইলিশ পরিবহন করছিল। যৌথবাহিনীর অভিযানে তিনটি ট্রলারসহ প্রায় ৪০০ কেজি ইলিশ জব্দ করা হয়েছে। জব্দকৃত মাছগুলো সামাজিক প্রতিষ্ঠানে বিতরণ করা হয়েছে।
প্রসঙ্গত, মা ইলিশের প্রজনন রক্ষায় ৩ অক্টোবর রাত ১২টা ১ মিনিট থেকে শুরু হওয়া ২২ দিনের নিষেধাজ্ঞা আগামী ২৫ অক্টোবর পর্যন্ত বলবৎ থাকবে। এ সময় ইলিশসহ সব ধরনের মাছ ধরা, পরিবহন, মজুত ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ।
এমজে