ঢাকা, সোমবার, ২০ আশ্বিন ১৪৩২, ০৬ অক্টোবর ২০২৫, ১৩ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

উল্লাপাড়ায় নৌকাবাইচে সংঘর্ষ, আহত ১৭

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:০৩, অক্টোবর ৬, ২০২৫
উল্লাপাড়ায় নৌকাবাইচে সংঘর্ষ, আহত ১৭ করতোয়া নদীতে নৌকাবাইচ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খানের নামে আয়োজিত নৌকাবাইচে বাইচালদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ১৭ জন আহত হয়েছেন।

রোববার (৫ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার সলপ ইউনিয়নের সোনতলা এলাকায় করতোয়া নদীতে এ নৌকাবাইচ অনুষ্ঠিত হয়।

আহতদের মধ্যে কৈবর্তগাতী গ্রামের নিউ একতা এক্সপ্রেস পানসি নৌকার বাইচাল সামছুল (২৮) গুরুতর অবস্থায় উল্লাপাড়ার একটি হাসপাতালে ভর্তি রয়েছেন। এছাড়া পাবনার আমিনপুর থানার শাড়ীর ভিটা গ্রামের ফরিদ, স্বপ্ন, মধুল ও রাজাকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোনতলা এলাকায় অনুষ্ঠিত নৌকাবাইচে পাবনার আমিনপুর থানার শাড়ীর ভিটা এক্সপ্রেস ও উল্লাপাড়ার নিউ একতা এক্সপ্রেস পানসি অংশ নেয়। প্রতিযোগিতার একপর্যায়ে নৌকা দুটি পাশাপাশি চলে আসলে উভয় পক্ষের বাইচালরা ক্ষুব্ধ হয়ে বৈঠা দিয়ে একে অপরকে মারধর শুরু করে।

শাড়ীর ভিটা এক্সপ্রেস পানসির পরিচালক আওয়াল মিয়া ও নিউ একতা এক্সপ্রেস পানসির পরিচালক নজরুল ইসলাম শাহিন একে অপরের বিরুদ্ধে নৌকা চাপিয়ে দেওয়ার অভিযোগ করেন।

বাইচ কমিটির সদস্য ও উল্লাপাড়া উপজেলা জামায়াতের যুব বিভাগের সাধারণ সম্পাদক এসএমআল আমিন বলেন, বাইচ চলাকালে দুটি পানসি পাশাপাশি চেপে যাওয়ায় বাইচালদের মধ্যে সংঘর্ষ হয়। পরে কমিটির সদস্যরা ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান বলেন, সোনতলায় করতোয়া নদীতে দুটি পানসি পাশাপাশি চেপে গেলে গোলযোগ সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।