গোপালগঞ্জে আলাদা তিনটি সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ মোট ছয়জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন দুইজন।
শনিবার (২৭ সেপ্টেম্বর) ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাঝিগাতী, মুকসুদপুরের গেড়াখোলা ও সদর উপজেলার ডুমদিয়া এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মাদারীপুরের কালকিনি থানার রমজানপুর গ্রামের মোতালেব পাইক (৭০), তার স্ত্রী দেলোয়ারা বেগম (৫৫), মেয়ে রুমা বেগম (৩৫), ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার হেলেঞ্চা গ্রামের আব্দুর রাজ্জাক শেখের ছেলে ওবায়দুল শেখ (৪৮), ভ্যানচালক খোকন শেখ (৬২) ও টিটো গাজী (৫০) ।
ভাঙ্গা হাইওয়ে পুলিশের সার্জেন্ট মো. রাসেল মিয়া জানিয়েছেন, খুলনা থেকে ঢাকাগামী ইমাদ পরিবহনের যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় একটি ইজিবাইক দুমড়ে মুচড়ে যায়। এতে ইজিবাইক যাত্রী মোতালেব পাইক ঘটনাস্থলে নিহত হন ও অপর পাঁচ যাত্রী আহত হন। পরে স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা ১০০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসক মোতালেব পাইকের স্ত্রী দেলোয়ারা বেগমকে মৃত ঘোষণা করেন। আহতের মধ্যে গুরুতর আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মোতালেব পাইকের মেয়ে ও সৌদি প্রবাসী রেজাউল করিমের স্ত্রী রুমা বেগম ও ওবায়দুল শেখেরে মৃত্যু হয়। এ ঘটনায় ইজিবাইক চালক ও রুমা বেগমের মেয়ে নুসরাত (৭) গুরুতর আহত হয়। নুসরাতকে ঢাকা নিউরোসায়েন্স হাসপাতালে পাঠানো হয়েছে।
মাদারীপুরের মোতালেব পাইক তার স্ত্রী, মেয়ে ও নাতনিকে নিয়ে আরেক নাতনির বিয়ের অনুষ্ঠানে ফরিদপুরের আলফাডাঙ্গা যাচ্ছিলেন।
এদিকে মুকসুদপুর থানার ওসি মোস্তফা কামাল জানিয়েছেন, শনিবার দুপুরে একই মহাসড়কের মুকসুদপুর উপজেলার গেড়াখোলা ব্রিজের কাছে প্রাইভেটকার ও ব্যাটারিচালিত অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষ হলে ভ্যানচালক খোকন শেখ গুরুতর আহত হন। তাকে মুকসুদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহতের বাড়ি কাশিয়ানী উপজেলার মাজরা গ্রামে।
অন্যদিকে গোপালগঞ্জ সদর থানার ওসি মির সাজেদুর রহমান জানিয়েছেন, শনিবার বিকেলে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার ডুমদিয়া এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় টিটো গাজী (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বাড়ি থেকে বাজারে যাওয়ার পথে ওয়েলকাম পরিবহনের একটি বাস ধাক্কা দিলে গুরুতর আহত হন টিটো গাজী। তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিস্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরএ