ঢাকা, রবিবার, ১২ আশ্বিন ১৪৩২, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

ফুলগাজীতে বিএনপির পূর্ণাঙ্গ কমিটি, সদস্য তালিকায় খালেদা জিয়া

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:২৮, সেপ্টেম্বর ২৭, ২০২৫
ফুলগাজীতে বিএনপির পূর্ণাঙ্গ কমিটি, সদস্য তালিকায় খালেদা জিয়া বেগম খালেদা জিয়া। ফাইল ছবি

ফেনীর ফুলগাজী উপজেলা বিএনপির আওতাধীন ৬ ইউনিয়নে ১০ সদস্য বিশিষ্ট উপদেষ্টা মণ্ডলী ও ৭১ সদস্য বিশিষ্ট কার্যকরী পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।  

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে আনুষ্ঠানিকভাবে এসব কমিটি ঘোষণা করা হয়।

গত ২২ সেপ্টেম্বর ফুলগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল আলম স্বপন ও সদস্য সচিব আবুল হোসেন ভূঁইয়ার সই করা বিজ্ঞপ্তিতে কমিটিগুলো ঘোষণা করা হয়।

কমিটিতে মনির আহম্মদকে ফুলগাজী সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ও মো. ইয়াছিন মাহমুদ মজুমদারকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। তবে এই কার্যকরী কমিটির ১ নম্বর সদস্য হিসেবে রাখা হয়েছে ফেনীর কৃতি সন্তান, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে।

মুন্সিরহাট ইউনিয়ন বিএনপির সভাপতি হিসেবে নির্বাচিত হন নুরুল হক খোকন, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন চৌধুরী। দরবারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুল হক চৌধুরী ও মো. ছাইফ উদ্দিন চৌধুরী বাবলুকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়। আনন্দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জিয়া হায়দার নাছির, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ফারুক। আমজাদহাট ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ গোলাম সারোয়ার ও বাহার উদ্দিন মজুমদারকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। জিএমহাট ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাসেম ভূঁইয়া ও সাধারণ সম্পাদক জহির উদ্দিন পাটোয়ারী নির্বাচিত হন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার মাধ্যমে তৃণমূল বিএনপির কার্যক্রম আরও সংগঠিত ও গতিশীল হবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে মাঠে থাকার আহ্বান জানিয়েছেন উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল আলম স্বপন।

নবগঠিত সভাপতি ও সাধারণ সম্পাদকরা দলীয় হাই কমান্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সংগঠনের দায়িত্ব অর্পণ করায় তারা সর্বোচ্চ ত্যাগ ও নিষ্ঠার সঙ্গে দলের জন্য কাজ করবেন। তারা বলেন, এ পূর্ণাঙ্গ কমিটি গঠনের মাধ্যমে তৃণমূল বিএনপি আরও শক্তিশালী হবে। গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের মানুষের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

উল্লেখ্য, ২০২৩ সালের রমজান মাসে কাউন্সিলরদের ভোটের মাধ্যমে ছয়টি ইউনিয়নের সভাপতি, সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। পরবর্তীতে শুক্রবার ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদিত হয়।

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।