ঢাকা, শুক্রবার, ১১ আশ্বিন ১৪৩২, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

ফরিদপুরে নদে ডুবে ২ জনের মৃত্যু, নিখোঁজ ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৩৭, সেপ্টেম্বর ২৬, ২০২৫
ফরিদপুরে নদে ডুবে ২ জনের মৃত্যু, নিখোঁজ ১ কুমার নদ। সংগৃহী ফাইল ছবি

ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের পশ্চিম ভাসানচরে কুমার নদে ডুবে দুই নাতিসহ দাদি নিখোঁজ হয়েছেন। এর মধ্যে দুজনের লাশ উদ্ধার করা সম্ভব হলেও এখনও নিখোঁজ রয়েছে একজন।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস দুটি লাশ উদ্ধার করে।

মৃতরা হলেন- একই গ্রামের তোতা মৃধার ছেলে তৌসিফ (৭) ও সরফউদ্দিন মৃধার ছেলে সোয়াদ (৬) এবং তাদের দাদি মালেকা বেগম (৬৮)।

উদ্ধার হওয়া দুজন হলেন- মালেকা বেগম ও তৌসিফ। এখনও নিখোঁজ রয়েছে সোয়াদ। তৌসিফ ও সোয়াদ ভাসানচর প্রাথমিক বিদ্যালয়ের প্রথম ও দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল। তারা সম্পর্কে চাচাতো ভাই।

স্থানীয় বাসিন্দা সাগর মোল্লা জানান, বৃহস্পতিবার দুপুরে দুই নাতি তৌসিফ ও সোয়াদকে নিয়ে কুমার নদে গোসল করতে যান দাদি মালেকা বেগম। একপর্যায়ে দুই শিশু ডুবে গেলে তাদের বাঁচাতে দাদি নদীতে ঝাঁপ দিলে তিনজনই নিখোঁজ হন।

তিনি আরও জানান, দুপুরে নিখোঁজ হলেও তাৎক্ষণিকভাবে কেউ বিষয়টি বুঝতে পারেনি। বিকেল সাড়ে ৫টার দিকে নদীতে দুটি লাশ নদে ভেসে উঠলে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে উদ্ধারকৃত লাশের পরিচয় শনাক্ত করা হয়।

ফরিদপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মোহাম্মদ নিসার আলী জানান, বিকেল পৌনে ৫টার দিকে খবর পেয়ে সন্ধ্যা ৬টার দিকে দুটি লাশ উদ্ধার করা হয়। আরও এক শিশু নিখোঁজ রয়েছে। সন্ধ্যা হয়ে যাওয়ায় তার সন্ধানে অভিযান চালানো সম্ভব হয়নি।

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।