ঢাকা, মঙ্গলবার, ৮ আশ্বিন ১৪৩২, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০০ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

বাসায় ঝুলছিল শ্রমিক লীগ নেতার লাশ, ‘হতাশায় আত্মহত্যা’ ধারণা পুলিশের

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৫, সেপ্টেম্বর ২৩, ২০২৫
বাসায় ঝুলছিল শ্রমিক লীগ নেতার লাশ, ‘হতাশায় আত্মহত্যা’ ধারণা পুলিশের মুন্সিগঞ্জ জেলা শ্রমিক লীগের সভাপতি আক্কাস আলী

গাজীপুর: গাজীপুর শহরের একটি ফ্ল্যাট বাসা থেকে মুন্সিগঞ্জ জেলা শ্রমিক লীগের সভাপতি আক্কাস আলীর (৪৭) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, নানা সমস্যায় হতাশাগ্রস্ত হয়ে তিনি আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) গাজীপুর মেট্রোপলিটনের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান ওই লাশ উদ্ধারের তথ্য জানান।

আক্কাস আলী মুন্সিগঞ্জ সদর থানার বাগমামুদালী এলাকার হাফেজ আলীর ছেলে। তিনি মুন্সিগঞ্জ জেলা শ্রমিক লীগের সভাপতি ছিলেন।  

ওসি মেহেদী হাসান জানান, আক্কাস আলী ১৫-১৬ দিন আগে তার বন্ধু জাহিদ হাসানের গাজীপুর শহরে উত্তর ছায়াবিথী এলাকায় বেড়াতে আসেন। তিনি মুন্সিগঞ্জের মেডিস্টার ডায়াগনস্টিক সেন্টর ও রেনেসাঁ ডায়াগনস্টিক সেন্টারের মালিক। ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়ে আর্থিকভাবে সংকটে পড়েন তিনি। সোমবার দুপুরের মধ্যে উত্তর ছায়াবিথী এলাকায় বেড়াতে আসা বাসার ভেতর কেউ না থাকার সুযোগে সিলিং ফ্যানের সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে।  

ওসি জানান, ধারণা করা হচ্ছে—নানা সমস্যায় হতাশাগ্রস্ত হয়ে তিনি আত্মহত্যা করেছেন। পরে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।  

আরএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সারাদেশ এর সর্বশেষ