সাতক্ষীরা: সাতক্ষীরা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৮৫টি মোবাইলসহ ৩৮ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি। গত ২৪ ঘণ্টায় বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের আওতাধীন সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এসব মালামাল জব্দ করা হয়।
বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ন সদর সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে,রোববার জেলার কাকডাংগা সীমান্তের গেড়াখালী নামক স্থানে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৮৫টি বিভিন্ন ব্রান্ডের ভারতীয় মোবাইল ফোন জব্দ করা হয়। জব্দকৃত ৮৫টি মোবাইল ফোনের মূল্য প্রায় ২৫ লক্ষ ৫০ হাজার টাকা।
এদিকে, বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের বিভিন্ন বিওপির সদস্যরা পৃথক পৃথক অভিযান চালিয়ে কাদপুর শ্মশান এলাকা থেকে ১০০ বোতল ভারতীয় ফেনসিডিল, ছয়ঘরিয়া হতে ৭০ হাজার টাকার ওষুধ, পদ্মশাখরার বেড়িবাঁধ হতে ১ লাখ ৪০ হাজার টাকার ওষুধ, ভাদিয়ালী হতে ৭০ হাজার টাকার ওষুধ, গাজীপুরের ইউনুসের ঘের থেকে ৭০ হাজার টাকার ওষুধ, উত্তর ভাদিয়ালী থেকে ২ লাখ ১০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ, লাঙ্গলঝড়া হতে ১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় ওষুধ ও ভাদিয়ালী থেকে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ জব্দ করেছে।
এছাড়াও, ব্যাটালিয়ন সদরের সদস্যরা বিশেষ অভিযান চালিয়ে কলারোয়া থানার কেড়াগাছি ও গেড়াখালী হতে ৫ লাখ ২৫ হাজার টাকা মূল্যের ওষুধ জব্দ করেছে। জব্দকৃত ভারতীয় মালামাল কাস্টমসে জমা দেওয়া হয়েছে।
এমআরএম