ঢাকা, সোমবার, ৩১ ভাদ্র ১৪৩২, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ২২ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

হবিগঞ্জে অটোরিকশা-ইজিবাইক সংঘর্ষে বাবা নিহত, ছেলে আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২১, সেপ্টেম্বর ১৫, ২০২৫
হবিগঞ্জে অটোরিকশা-ইজিবাইক সংঘর্ষে বাবা নিহত, ছেলে আহত হবিগঞ্জের মানচিত্র

হবিগঞ্জে সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত ইজিবাইকের সংঘর্ষে আলকাছ মিয়া (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে তার ছেলে রুমান মিয়া (১৭।

 
 
সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে শায়েস্তাগঞ্জ উপজেলার কলিমনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
নিহত আলকাছ মিয়া চুনারুঘাট উপজেলার চাটপাড়া গ্রামের মৃত আতাউর রহমানের ছেলে।  

দুপুরে হবিগঞ্জ জেলা সদর থেকে অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন বাবা ও ছেলে। পথে কলিমনগরে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটি বিপরীতমুখী একটি ইজিবাইকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে অটোরিকশাযাত্রী বাবা-ছেলে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতালে নিলে চিকিৎসক বাবা আলকাছকে মৃত ঘোষণা করেন। আহত রুমান চিকিৎসাধীন।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, অটোরিকশাটি বেপরোয়া গতিতে চলছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইকের সঙ্গে সংঘর্ষ হয়। গুরুতর আহত আলকাছকে হাসপাতালে নেওয়ার পথেই মারা যান।
 
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শাহাবুদ্দিন শাহিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।