ঢাকা, সোমবার, ২ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

সারাদেশ

গাজীপুরে ঝুট গুদামে অগ্নিকাণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৩৮, আগস্ট ১৭, ২০২৫
গাজীপুরে ঝুট গুদামে অগ্নিকাণ্ড আগুন

গাজীপুর মহানগরের হায়দারাবাদ এলাকায় আগুন লেগে একটি ঝুট গুদাম পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

শনিবার (১৬ আগস্ট) রাত ১২টার দিকে এ আগুনের সূত্রপাত হয়।  

টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শাহীন আলম জানান, হায়দারাবাদ এলাকায় বড় একটি ঝুটের গুদামে আগুন লাগে। কয়েকজন ব্যবসায়ী ওই গুদামটি পার্টিশন করে ঝুটের ব্যবসা করতেন। শনিবার রাত ১২টার দিকে সেখানে আগুনের সূত্রপাত হয়। এ সময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে টঙ্গী ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন পুরোপুরি নেভাতে রোববার (১৭ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত কাজ চালিয়ে যায় ফায়ার সার্ভিস।

তিনি আরও জানান, আগুনে ঝুট গুদাম ও মালামাল পুড়ে গেছে। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।  

আরএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।