গাজীপুর মহানগরের হায়দারাবাদ এলাকায় আগুন লেগে একটি ঝুট গুদাম পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শাহীন আলম জানান, হায়দারাবাদ এলাকায় বড় একটি ঝুটের গুদামে আগুন লাগে। কয়েকজন ব্যবসায়ী ওই গুদামটি পার্টিশন করে ঝুটের ব্যবসা করতেন। শনিবার রাত ১২টার দিকে সেখানে আগুনের সূত্রপাত হয়। এ সময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে টঙ্গী ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন পুরোপুরি নেভাতে রোববার (১৭ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত কাজ চালিয়ে যায় ফায়ার সার্ভিস।
তিনি আরও জানান, আগুনে ঝুট গুদাম ও মালামাল পুড়ে গেছে। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।
আরএস/আরবি