ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

সারাদেশ

শিবগঞ্জে পদ্মা নদীতে ডুবে প্রাণ গেল ২ শিশুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫৩, জুলাই ২০, ২০২৫
শিবগঞ্জে পদ্মা নদীতে ডুবে প্রাণ গেল ২ শিশুর প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মা নদীতে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (২০ জুলাই) দুপুরের দিকে উপজেলার উজিরপুর ইউনিয়নের উত্তর মাঝাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উত্তর উজিরপুর মাঝাপাড়ার ওমর আলীর ছেলে আব্দুল আলিম (১১) ও একই গ্রামের মুকুল আলীর মেয়ে মিম (১০)।

স্থানীয় সূত্র জানায়, দুপুরে মাঝাপাড়ার পুরান সুভান উচ্চ বিদ্যালয়ের পাশের পদ্মা নদীর অংশে পরিবারের সদস্যদের সঙ্গে গোসল করতে নামে আলিম ও মিম। একপর্যায়ে তারা নদীর গভীর পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় অনেক খোঁজাখুঁজির পর নদী থেকে তাদের লাশ উদ্ধার করে পরিবারের সদস্যরা।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ দুটি তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।