কুষ্টিয়া: কুষ্টিয়ায় পিংকি দাস (২৫) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। বাজার থেকে ব্লাউজ কেনা নিয়ে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে দাবি করেছেন নিহতের মা লিপি দাস।
সোমবার (২৬ মে) বিকেলে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মৃত্যু হয় ওই গৃহবধূর। নিহত পিংকি দাস ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু উপজেলার ত্রিবেণী গ্রামের সুমন দাসের স্ত্রী। তাদের দুই সন্তানের রয়েছে।
লিপি দাস জানান, বাজার থেকে ব্লাউজ কেনাকে কেন্দ্র করে তার মেয়ের (পিংকি) স্বামীর সঙ্গে কলহের সৃষ্টি হয়। একপর্যায়ে শ্বশুর ভৌগি দাস, চাচা শ্বশুর, শাশুড়ি ও চাচি শাশুড়ি মিলে তার মেয়েকে নির্মমভাবে মারধর করেন। এতে পিংকি গুরুতর আহত হন। পরে বাবার বাড়িতে চলে যান। শারীরিক অবস্থার অবনতি হলে রোববার (২৫ মে) তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কুষ্টিয়া মডেল থানার (ওসি) মোশাররফ হোসেন জানান, হাসপাতাল থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি। যেহেতু নির্যাতনের ঘটনাস্থল ঝিনাইদহ, সেখানকার স্থানীয় থানায় অভিযোগ দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এএটি