ঢাকা, সোমবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

সারাদেশ

পার্বতীপুরে আ.লীগের ৩ নেতা গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১৫, মে ২৫, ২০২৫
পার্বতীপুরে আ.লীগের ৩ নেতা গ্রেপ্তার পুলিশের হাতে গ্রেপ্তার তিনজন

দিনাজপুরের পার্বতীপুরে জেলা যুবলীগ নেতাসহ আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

গ্রেপ্তারদের রোববার (২৫ মে) বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এর আগে শনিবার (২৪ মে) রাতে তাদের গ্রেপ্তার করা হয়।  

গ্রেপ্তার চার নেতা হলেন—দিনাজপুর জেলা যুবলীগের ক্রীড়াবিষয়ক সম্পাদক ও আমবাড়ী বাজার এলাকার ফয়জুল হকের ছেলে মাজেদুর হক শাহ (৩৯), হামিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জব্বারপাড়া (গোলচত্বর) এলাকার আ. রহমানের ছেলে সোহেল রানা (৪০) এবং হাবড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও ভবানীপুর এলাকার সাহাদ মণ্ডলের ছেলে রুমন বাবু।

পুলিশ সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে—এমন গোপন তথ্যের ভিত্তিতে পার্বতীপুর মডেল থানার একটি চৌকস দল শনিবার রাতে হাবড়া, হামিদপুর ও মোস্তফাপুর ইউনিয়নের আমবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলার ওই তিন আসামিকে গ্রেপ্তার করা হয়।

পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল-মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।