ঢাকা, সোমবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

সারাদেশ

সৈয়দপুরে রাফি হত্যা মামলায় ঢাকা থেকে গ্রেপ্তার ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪৩, মে ২৫, ২০২৫
সৈয়দপুরে রাফি হত্যা মামলায় ঢাকা থেকে গ্রেপ্তার ৪ ঢাকা থেকে গ্রেপ্তার চারজন

নীলফামারীর সৈয়দপুরে আলোচিত রাফি (২৭) হত্যা মামলায় চারজনকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

রোববার (২৫ মে) দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এ নিয়ে মামলায় মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হলো।

পুলিশ সূত্র জানায়, গত ৯ মে রাতে সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ সুখীপাড়া এলাকার একটি ধানক্ষেত থেকে রাফি নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে ঘটনার রাতে পুলিশ সন্দেহভাজন হিসেবে মোক্তারুল হোসেন সোনা (৩৫) নামে এক যুবককে আটক করে।  

রাফির বাবা আব্দুল হাফিজ ওরফে হাফেজ অভিযোগ করে বলেন, পূর্ব শত্রুতার জের ধরে তার ছেলেকে (রাফি) পিটিয়ে হত্যা করা হয়েছে। তিনি পরদিন ১০ মে সৈয়দপুর থানায় ১১ জনের নাম উল্লেখ করে ও আরও কয়েকজন অজ্ঞাত আসামিকে অন্তর্ভুক্ত করে একটি হত্যা মামলা দায়ের করেন।

এরপর পুলিশ তদন্তে নামে এবং গোপন তথে্যর ভিত্তিতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে চারজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারদের মধ্যে দুজন এজাহারভুক্ত আসামি।  

গ্রেপ্তাররা হলেন- সৈয়দপুরের ধলাগাছ সুখিপাড়ার বাবর আলীর ছেলে নয়ন ইসলাম (২২), একই এলাকার আজিবরের ছেলে মোনা মিয়া (৩৩), আমজান আলীর ছেলে রনি ইসলাম (১৮) ও সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয় এলাকার আব্দুল বারী বাবলুর ছেলে হৃদয় হোসেন জয় (১৯)।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফাইম উদ্দিন বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, মামলাটি পুলিশ গুরুত্ব দিয়ে তদন্ত করছে। দায়ীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।