পশ্চিমাঞ্চল রেলওয়ে পাকশী বিভাগীয় রেলওয়ের আওতাধীন জয়পুরহাটের পাঁচবিবি রেলস্টেশনের অদূরে তেলবাহী ট্রেনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়েছে। এতে রাজধানী ঢাকা এবং খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
বুধবার (২১ মে) রাত পৌনে ১০টার দিকে ঈশ্বরদী- পার্বতীপুর রেলরুটের জয়পুরহাট-হিলির মধ্যবর্তী পাঁচবিবি রেলস্টেশনের অদূরে এ দুর্ঘটনা ঘটে।
এদিকে দুর্ঘটনার কারণে দুর্ভোগে পড়েছে ঢাকা- খুলনা-রাজশাহীর মধ্যে চলাচলকারী যাত্রীবাহী কয়েকটি আন্তঃনগর ট্রেনের ভ্রমণপ্রিয় ট্রেনযাত্রীরা।
পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) লিয়াকত শরীফ খান বাংলানিউজকে এতথ্য নিশ্চিত করেছেন।
দুর্ঘটনার কারণে চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী আন্তঃনগর সীমান্ত এক্সপ্রেস, চিলাহাটি থেকে ছেড়ে আসা ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস, পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী একতা এক্সপ্রেস, ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী চিলাহাটি এক্সপ্রেস, ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস, রাজশাহী থেকে ছেড়ে আসা বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেন নির্ধারিত সময় থেকে কয়েক ঘণ্টা দেরিতে চলাচল করবে। এতে দুর্ভোগে পড়বে কয়েক হাজার ভ্রমণপ্রিয় ট্রেন যাত্রী।
পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) হাসিনা খাতুন বাংলানিউজকে জানান, ঈশ্বরদী থেকে তেলবাহী একটি ট্রেন পার্বতীপুর অভিমুখে যাচ্ছিল। ট্রেনটি ঈশ্বরদী-পার্বতীপুর রেলরুটের জয়পুরহাট-হিলির মধ্যবর্তী পাঁচবিবি রেলস্টেশনের অদূরে পৌঁছালে একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। এতে বন্ধ রয়েছে ট্রেন চলাচল।
পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় রেলওয়ে প্রকৌশলী-২ বীরবল মণ্ডল বাংলানিউজকে জানান, ঈশ্বরদী লোকাসেড লোকোমোটিভ ডিজেল কারখানা ও পার্বতীপুর লোকোসেড থেকে রিলিফ ট্রেন ইতোমধ্যে রওনা হয়েছে। দুর্ঘটনাকবলিত স্থানে পৌঁছে তেলবাহী ট্রেনের বগি উদ্ধার করে রেললাইন সচল করতে চার/পাঁচ ঘণ্টা সময় লাগবে।
পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) লিয়াকত শরীফ খান বাংলানিউজকে জানান, তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার কারণে রাজধানী ঢাকা এবং খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। এতে কয়েকটি ট্রেন দুর্ভোগে পড়বে। বিভিন্ন স্টেশনে কয়েকটি ট্রেন থেমে আছে।
পাকশী বিভাগীয় রেলওয়ে কর্তৃপক্ষ দ্রুত সময়ের মধ্যে রেললাইন সচল করে ট্রেন চলাচল স্বাভাবিক করতে কাজ করছে। তবে এই অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে ট্রেনের ভ্রমণপ্রিয় যাত্রীদের কিছুটা দুর্ভোগের জন্য আমরা দুঃখ প্রকাশ করছি।
আরএ