ঢাকা, বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

সারাদেশ

যমুনার চরে নাতিকে বস্তাবন্দি করে খামারিকে হত্যা, ৩ গরু লুট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৫, মে ২১, ২০২৫
যমুনার চরে নাতিকে বস্তাবন্দি করে
খামারিকে হত্যা, ৩ গরু লুট

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনার দুর্গম যমুনার চরাঞ্চলে তারা মিয়া (৬৫) নামে এক খামারিকে হত্যা করে তিনটি গরু লুট করে নিয়ে গেছে ডাকাতদল। এ সময় ওই খামারির নাতি ইব্রাহিম খলিলকে (১৮) বস্তাবন্দি করে ফেলে রেখে যান তারা।

 

মঙ্গলবার (২০ মে) গভীর রাতে উপজেলার ঘোরজান ইউনিয়নের মুরাদপুর কাউনিয়ার চরে এ ঘটনা ঘটে। নিহত তারা মিয়া উপজেলার খাষকাউলিয়া ইউনিয়নের পশ্চিম জোতপাড়া গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খামারি তারা মিয়া তার নাতি ইব্রাহিম খলিলকে সঙ্গে নিয়ে মুরাদপুর কাউলিয়ার চরে গবাদিপশু পালনের পাশাপাশি কৃষি কাজ করতেন। মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে আট-১০ জনের সংঘবদ্ধ একটি ডাকাতদল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সেখানে হামলা চালায়। ডাকাতদল প্রথমে নাতি ইব্রাহিমকে মারধর করে একটি বস্তায় ঢুকিয়ে বস্তার মুখ বেঁধে তাকে আটকে রাখে। পরে তারা মিয়ার গলায় গামছা পেঁচিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করে। এরপর ঘরে থাকা তিনটি গরু লুট করে ডাকাতদল যমুনা নদী দিয়ে নৌকায় করে পালিয়ে যায়। খবর পেয়ে চৌহালী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

তবে ঘটনাটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেছেন নিহত তারা মিয়ার ভাগনে আকরাম মোল্লা। তিনি বলেন, এটি আসলে ডাকাতি নয়, কারণ খামারে বিশাল বিশাল অনেকগুলো গরু ছিল। কয়েকদিন আগে সেগুলো বাড়িতে আনা হয়। যখন সেখানে বড় গরু ছিল, তখন ডাকাতি হয়নি।

চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে। লুট হওয়া তিনটি গরুর মধ্যে দুটি চর থেকে উদ্ধার করা হয়েছে।
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।