ঢাকা, মঙ্গলবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

সারাদেশ

সমাজের অবহেলিত নারীদের কল্যাণে কাজ করছে সরকার: শারমীন এস মুর্শিদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৩, মে ১৯, ২০২৫
সমাজের অবহেলিত নারীদের কল্যাণে কাজ করছে সরকার: শারমীন এস মুর্শিদ

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুর্শিদ বলেছেন,  সমাজের অবহেলিত নারীদের কল্যাণে কাজ করছে সরকার। নারীরা যাতে তাদের অধিকার পায় সেজন্য সমাজসেবা বিভাগের সব কর্মকর্তাকে আন্তরিকভাবে কাজ করতে হবে।

রাঙামাটি জেলা প্রশাসনের আয়োজনে সোমবার (১৯ মে) দুপুরে রাঙামাটি সার্কিট হাউজে জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সমাজসেবা বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে  তিনি একথা বলেন।

রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মো. মহিউদ্দিন, জেলা  পুলিশ সুপার ড. ফরহাদ হোসেন, রাঙামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা, জেলা সমাজসেবা বিভাগের উপ-পরিচালক মো. ওমর ফারুক, রাঙামাটি পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা ডা. বেবী ত্রিপুরাসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, সারাদেশের মতো পার্বত্য অঞ্চলের নারীরাও যাতে সমান সুযোগ পায় সেদিকে আমাদের লক্ষ্য থাকবে। তাই পার্বত্য অঞ্চলের সমাজসেবা বিভাগ ও সমবায় বিভাগের কার্যক্রমকে আরও গতিশীল করার আহ্বান জানান তিনি।

এর আগে আজ সকালে উপদেষ্টা রাঙ্গামাটি সার্কিট হাউজে এসে পৌঁছালে তাকে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার, পুলিশ সুপার ড. ফরহাদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনসহ অন্যান্য কর্মকর্তারা স্বাগত জানান।
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।