ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

সারাদেশ

নেত্রকোনা জেলা ছাত্রদলের নেতৃত্বে অনিক-শামীম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০০, মে ১৬, ২০২৫
নেত্রকোনা জেলা ছাত্রদলের নেতৃত্বে অনিক-শামীম

নেত্রকোনা: নেত্রকোনা জেলা ছাত্রদলের নতুন কমিটি হয়েছে।  বৃহস্পতিবার (১৫ মে) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক চিঠিতে নয় সদস্যের আংশিক এ কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটিতে অনিক মাহবুব চৌধুরী সভাপতি ও শামছুল হুদা শামীম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।  

এছাড়া কমিটিতে সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন মাজহারুল ইসলাম জিপু, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন সৈয়দ মোকশেদুল আলম রাজীব, যুগ্ম-সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন আরাফাত বাবু ও আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মো. হাবিবুর রহমান দোলন, প্রচার সম্পাদকের (যুগ্ম-সম্পাদকের পদ মর্যাদা) দায়িত্ব পেয়েছেন আশরাফুল ইসলাম খান পাঠান প্রান্ত।  

নবগঠিত কমিটিকে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।