ঢাকা, শনিবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

সারাদেশ

শিশুকে বলাৎকারের অভিযোগে ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৩, মে ১৬, ২০২৫
শিশুকে বলাৎকারের অভিযোগে ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার গ্রেপ্তার স্বাধীন মোল্লা

শরীয়তপুরের ভেদরগঞ্জে দ্বিতীয় শ্রেণির এক শিশুকে (৮) বলাৎকারের অভিযোগে স্বাধীন মোল্লা (২২) নামে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৬ মে) সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুল হক এতথ্য নিশ্চিত করেন।

বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে ভুক্তভোগী শিশুটির পরিবার ভেদরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করে। পরে রাত ২টার দিকে উপজেলার সখিপুরের আরশীনগর ইউনিয়নের একটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার স্বাধীন উপজেলার চরসেনসাস ইউনিয়নের মাগন বেপারীকান্দি এলাকার বাসিন্দা বাবু মোল্লার ছেলে।  

স্থানীয় সূত্র জানায়, স্বাধীন মোল্লা নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলেন।  

ঘটনার বিবরণে জানা যায়, গত মঙ্গলবার (১৩ মে) সন্ধ্যায় ওই শিশুটি নিজ বাড়ির আঙিনায় খেলছিল। এ সময় স্বাধীন মোল্লা তাকে খেলনা কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে ডেকে নেন। কিছুক্ষণ পর শিশুটিকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজ শুরু করেন। একপর্যায়ে শিশুটির দাদি বাড়ির পাশের নির্জন একটি আম বাগানে গিয়ে স্বাধীনের সঙ্গে শিশুটিকে দেখতে পান। তখনই স্বাধীন পালিয়ে যায়। শিশুটিকে রক্তাক্ত অবস্থায় কান্নাকাটি করতে দেখা যায়। পরবর্তীতে শিশুটি পরিবারের সদস্যদের কাছে ঘটে যাওয়া ঘটনা খুলে বলে।

শিশুটিকে প্রথমে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে শরীয়তপুর সদর হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে সে বর্তমানে চিকিৎসাধীন।

এ ঘটনায় বৃহস্পতিবার বিকেলে শিশুটির পরিবার ভেদরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে রাতে অভিযান চালিয়ে সখিপুরের আরশীনগর ইউনিয়নের একটি এলাকা থেকে স্বাধীনকে গ্রেপ্তার করে পুলিশ।  

সখিপুর থানার ওসি ওবায়দুল হক বলেন, গ্রেপ্তার অভিযুক্ত স্বাধীন মোল্লার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।  

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।