ঢাকা, শুক্রবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

সারাদেশ

খুলনায় স্কুলশিক্ষককে প্রকাশ্যে গুলি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২২, মে ১৫, ২০২৫
খুলনায় স্কুলশিক্ষককে প্রকাশ্যে গুলি তেলিগাতী হাইস্কুলের প্রধান শিক্ষক দিলীপ কুমার সরকার।

খুলনা: খুলনার তেলিগাতী হাইস্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) দিলীপ কুমার সরকারকে (৫৫) প্রকাশ্যে গুলি করেছে দুর্বৃত্তরা।  

বৃহস্পতিবার (১৫ মে) সকাল ৯টার দিকে মহানগরীর তেলিগাতী সরদারপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকাল ৯টার দিকে তেলিগাতী হাইস্কুলের প্রধান শিক্ষক দিলীপ কুমার সরকার বাড়ি থেকে স্কুলে যাচ্ছিলেন। পথিমধ্যে সরদারপাড়া জামে মসজিদের সামনে এলে হেলমেট পরে মোটরসাইকেলে করে আসা দুই যুবক তাকে গুলি করে পালিয়ে যায়। গুলিটি তার বাম পায়ে লাগে। তাৎক্ষণিকভাবে আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়।

আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রবীর কুমার মিত্র এর সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে জানা গেছে জমিজমা ও চাঁদা দাবির ঘটনাকে কেন্দ্র করে প্রধান শিক্ষককে গুলি করা হয়েছে। বর্তমানে তিনি খুমেক হাসপাতালে ভর্তি আছেন। তবে আশঙ্কামুক্ত।

এসকেএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।