ঢাকা, শনিবার, ১২ আশ্বিন ১৪৩২, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৪ রবিউস সানি ১৪৪৭

রাজনীতি

বিমানবন্দরে আটকে দেওয়ার বিষয়ে যা জানালেন সোহেল তাজ 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৮, সেপ্টেম্বর ২৭, ২০২৫
বিমানবন্দরে আটকে দেওয়ার বিষয়ে যা জানালেন সোহেল তাজ  তানজিম আহমেদ সোহেল তাজ

দেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের পুত্র ও বিগত আওয়ামী লীগ সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ বিদেশযাত্রায় বিমানবন্দরে বাধার মুখে পড়ার বিষয়ে মুখ খুলেছেন। তিনি বলেছেন, এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছেন।

বিষয়গুলো আগামীকাল (রোববার) জানা যাবে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে সোহেল তাজ গণমাধ্যমকে এ কথা জানান।

গত ২৪ সেপ্টেম্বর রাতে কাতার এয়ারওয়েজে করে যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা ছিল সোহেল তাজের। এজন্য তিনি বিমানবন্দরেও গিয়েছিলেন। কিন্তু তাকে বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়।

কেন আটকে দেওয়া হয়েছে বিমানবন্দরে, এমন প্রশ্নের জবাবে সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘এ বিষয়গুলো আগামীকাল জানা যাবে। আমি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি, আগামীকাল জেনে তারপর এ বিষয়ে জানাতে পারবো। ’ 

সোহেল তাজ বলেন, ‘আমি রেগুলার (নিয়মিত) যাই, গত ২০ বছরে প্রতিবার অন্তত ২/৩ বার গিয়েছি। এ বছরের জুনেও গিয়েছি। এপ্রিল মাসে গেলাম। ’
 
গতকাল শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সোহেল তাজের বোন মাহজাবিন আহমদ মিমি সংবাদমাধ্যমকে বলেন, ‘সোহেল তাজের বিদেশযাত্রায় বাধা দেওয়া হয়েছে। ’

আওয়ামী লীগ সরকারের আমলে ২০০১ সালের নির্বাচনে গাজীপুর-৪ (কাপাসিয়া) থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন সোহেল তাজ। ২০০৮ সালে একই আসন থেকে পুনরায় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন তিনি। ২০০৯ সালের ৬ জানুয়ারি আওয়ামী লীগ নেতৃত্বাধীন মন্ত্রিসভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান সোহেল তাজ। একই বছরের ৩১ মে মন্ত্রিসভা থেকে ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে পদত্যাগ করেন সোহেল তাজ।

জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর দলটির নেতৃত্বের কড়া সমালোচনা করতে দেখা যায় সোহেল তাজকে। তার মতে, কর্তৃত্ববাদী আচরণের কারণেই আওয়ামী লীগকে এই পরিণতি দেখতে হয়েছে।

এনডি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ