ঢাকা, বুধবার, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৮ মে ২০২৫, ০০ জিলহজ ১৪৪৬

রাজনীতি

সেনাবাহিনীর নির্বাচন নিয়ে কথা বলার এখতিয়ার নেই: নাসির উদ্দীন পাটোয়ারী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০৬, মে ২৭, ২০২৫
সেনাবাহিনীর নির্বাচন নিয়ে কথা বলার এখতিয়ার নেই: নাসির উদ্দীন পাটোয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী বলেছেন, আমরা ইতিমধ্যে দেখেছি বাংলাদেশের সেনাবাহিনী পলিটিক্সের মধ্যে একটা নতুন বয়ান জন্ম দিয়েছে। উনি (সেনাপ্রধান) বলেছেন ডিসেম্বরে নির্বাচন হতে হবে।

বাংলাদেশের সেনাবাহিনীর এই কথা বলার এখতিয়ার নাই। সেনাবাহিনী ক্যান্টনমেন্টেই থাকুক।  

মঙ্গলবার (২৭ মে ) জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে ঢাকাস্থ সেনবাগ জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে ‘সংকট সমাধানের একমাত্র পথ গণতন্ত্র’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, আমরা দেখতে পাচ্ছি বিএসএফ বাংলাদেশে পুশ ইন করছে, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন দেশের অ্যাজেন্টরা সক্রিয় রয়েছে। তারা (সেনাবাহিনী) সেগুলো নিয়ন্ত্রণ না করে বাংলাদেশের জনসাধারণকে আয়না ঘরে রেখেছিল, গুম করেছিল, খুন করেছিল। সেগুলোর বিচার প্রক্রিয়ায় না গিয়ে যখন আমরা একটি সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের পথযাত্রা শুরু করেছিলাম সেটা বাধাগ্রস্ত করার জন্য তারা বিভিন্ন বক্তব্য দিয়ে যাচ্ছে।

তিনি বলেন,  আমরা তাদেরকে আহ্বান জানাবো মিলিটারিকে পলিটিক্স থেকে পৃথক করতে হবে এবং বাংলাদেশে যে সশস্ত্র বাহিনী রয়েছে তাদেরকে একটি সংস্কার প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। গত ১৫ বছরে আমরা দেখেছি ক্যান্টনমেন্টের রাস্তাগুলো প্রশস্ত হয়েছে, উঁচু উঁচু দালান উঠেছে কিন্তু তাদের কাছে আমরা কোনো অস্ত্র দেখিনি। বসে বসে তাদের পেটগুলো ভারী হয়েছে । তাদের আমরা মার্চ করতে দেখিনি, মহড়া করতে দেখি নাই। আমরা তাদেরকে আহ্বান জানাবো আপনারা জনগণের সৈনিক জনগণের পক্ষে আপনাদেরকে থাকতে হবে। এবং জনগণের পক্ষে যদি আপনাদেরকে লড়তে হয়- নতুন বিশ্বে যে কলাকৌশল গুলো এসেছে সেগুলো আপনাদের রপ্ত করে- সেই জায়গায় আপনারা প্রশিক্ষিত হন। রাজনীতিতে আপনারা কোন মেডেলিং করতে আসবেন না।

তিনি আরও বলেন, আমরা দেখেছি ডিসিপ্লিনারি কারণে অনেক সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত হয়েছে। এখন তারা তাদের নিজস্ব এজেন্ডা বাস্তবায়নে বিভিন্ন রাজনৈতিক দলে যোগ দিয়ে বাংলাদেশ অস্থিরতা সৃষ্টি করার জন্য পাঁয়তারা চালাচ্ছে। আমরা তাদেরকে আহ্বান জানাবো আপনি যখন অবসরপ্রাপ্ত হয়েছেন- আপনি সিটিজেন আকারে অভিমত প্রকাশ করতে পারেন কিন্তু কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করলে জনতার আদালতে বিচারের কাঠগড়ায় আপনাদের দাঁড়াতে হবে।  

এনসিপির এই নেতা বলেন, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বাহিনী গুলোতে অসন্তোষ বিরাজ করছে। আমরা দেখতে পাচ্ছি মেধার ভিত্তিতে পদোন্নতি না দিয়ে বিভিন্ন জায়গায় দলীয় এজেন্ডায় এই পদ বেচা বিক্রি হয়েছে। ক্ষমতায় কে আসবে সেই ভিত্তিতে এখনই লাইন ধরা হয়েছে। আমরা সেই বাহিনীর প্রধান যারা রয়েছে তাদেরকে বলব মেধার মূল্যায়নের ভিত্তিতে নিয়োগ চালু করুন। যদি না করেন তাহলে বাংলাদেশের যে জননিরাপত্তা যে গণরক্ষা সেটা ভেঙে পড়বে।  

জনগণের উদ্দেশ্যে নাসির উদ্দীন বলেন, আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে দেশবাসীকে আহবান জানাবো আমাদের গণপ্রতিরক্ষা অনেক দুর্বল হয়ে পড়েছে। সেই ক্ষেত্রে গণ প্রতিরক্ষা কিভাবে আরো উন্নত করা যায় সে ব্যাপারে আপনারা সজাগ থাকবেন। যদি কোনো যুদ্ধ আসে সেই যুদ্ধের জন্য প্রস্তুত থাকবেন।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, অধ্যাপক দিলারা জামান, এপি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ প্রমুখ।  

ডিএইচবি/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ