ঢাকা, বুধবার, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৮ মে ২০২৫, ০০ জিলহজ ১৪৪৬

রাজনীতি

নির্বাচন-সংস্কারের মধ্যে কল্পিত বিরোধ তৈরির চেষ্টা চলছে: আলী রীয়াজ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২০, মে ২৬, ২০২৫
নির্বাচন-সংস্কারের মধ্যে কল্পিত বিরোধ তৈরির চেষ্টা চলছে: আলী রীয়াজ ব্রিফিংয়ে কথা বলছেন অধ্যাপক আলী রীয়াজ

ঢাকা: নির্বাচন ও সংস্কারের মধ্যে কোনো বিরোধ নেই জানিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, এই দুইয়ের মধ্যে এক ধরনের কল্পিত বিরোধ তৈরি করার চেষ্টা করা হচ্ছে।

সোমবার (২৬ মে) বিকালে জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশন আয়োজিত এক ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

নির্বাচন আগে নাকি সংস্কার— এ নিয়ে এক প্রশ্নের জবাবে আলী রীয়াজ বলেন, নির্বাচন ও সংস্কারের মধ্যে কোনো বিরোধ নেই। এই বিষয়ে এক ধরনের কল্পিত বিরোধ তৈরি করার চেষ্টা করা হচ্ছে। কোনো বিরোধ নেই।  

তিনি বলেন, নির্বাচনী প্রক্রিয়া এক রকম এবং জাতীয় সনদ তৈরির চেষ্টা, সেটা দীর্ঘমেয়াদী লক্ষ্যেই করা হচ্ছে, ভবিষ্যতে যেন রাজনৈতিক কাঠামো এমনভাবে হয়, যার মধ্যে স্বৈরাচারী ব্যবস্থাটা পুনরায় উত্থিত হতে না পারে এবং নাগরিকদের অধিকারগুলো সুরক্ষিত থাকে।

সংবিধান সংস্কার হবে নাকি পুনর্লিখন হবে— এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সংবিধান সংস্কার, সংশোধন নাকি পুনর্লিখন হবে— এটি সিদ্ধান্ত প্রক্রিয়াগত সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত রাজনীতিবিদরা নেবেন।  

জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া কী হবে— জানতে চাইলে  অধ্যাপক আলী রীয়াজ বলেন, জাতীয় ঐকমত্য কমিশন গঠন হওয়ার সময় যে প্রজ্ঞাপন দেওয়া হয়েছিল, সেখানে বাস্তবায়ন প্রক্রিয়ার বিষয়টি অনুল্লেখিত আছে। আমরা যখন রাজনৈতিক দলগুলোর কাছে মতামত চাই, প্রতিটি সুপারিশের বিষয়ে আমরা বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কেও জানতে চেয়েছিলাম।

তিনি বলেন, রাজনৈতিক দলগুলো মত দিয়েছে। সেগুলো আমরা একত্রিত করছি। পাশাপাশি এও আমাদের মনে রাখা দরকার, বাস্তবায়ন প্রক্রিয়া রাজনৈতিক দলগুলো নিজেরাই নির্ধারণ করবে। এখানে জাতীয় জাতীয় ঐকমত্য কমিশনের সুনির্দিষ্ট কোনো প্রস্তাব নেই।

তিনি আরও বলেন, আমরা যদি বিষয়গুলো অর্থাৎ, কোন কোন বিষয়ে সংস্কার প্রয়োজন, সেগুলোর বিষয়ে এক মতে এসে  জুলাই সনদ তৈরি করতে পারি, তাহলে সেসময় বাস্তবায়নের প্রক্রিয়ার বিষয়টি আসবে। আশা করি, রাজনৈতিক দলগুলো যেহেতু সংস্কার প্রস্তাবের বিষয়ে অকুণ্ঠচিত্তে সমর্থন জানিয়েছে, আমরা মনে করি একটি পথ তারা নির্ধারণ করতে পারবে।  

ঐকমত্য কমিশনের সহ-সভাপতি বলেন, আমি আগেও বলেছি, কিছু কিছু বিষয়ে যেগুলো আশু করা যায়, সেগুলো সরকারকে জানানো হয়েছে। সরকার সেগুলো কিছু কিছু বাস্তবায়ন করছে, আগামী কয়েক মাসে কিছু কিছু বাস্তবায়ন করবে।

সংস্কার কমিশনগুলোর সুপারিশের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথম পর্যায়ের বৈঠক শেষ করেছে জাতীয় ঐকমত্য কমিশন। চলতি মাসের শেষে অথবা আগামী মাসের শুরুতে দ্বিতীয় পর্যায়ের আলোচনা শুরু হবে।  

এই বিষয়ে আলী রীয়াজ বলেন, দ্বিতীয় পর্যায়ের আলোচনা আমরা দ্রুততার সঙ্গে শুরু করতে চাই। আমরা আশা করছি, জুন মাসের প্রথম সপ্তাহ থেকে আমরা শুরু করবো। আমরা আগামী কয়েকদিনের মধ্যে শুরু করার প্রস্তুতি নিচ্ছি। যদি সম্ভব হয়, তাহলে মে মাসের শেষের দিকে শুরু করব। যদি সেটি না হয়, তাহলে নিঃসন্দেহে জুন মাসের প্রথম সপ্তাহে শুরু করব। জুন মাসে একটি দীর্ঘ ছুটিও আছে। আমাদের লক্ষ্য হলো এই ছুটির আগেই যেন আমরা এটি শুরু করতে পারি।

তিনি বলেন, দ্বিতীয় পর্যায়ের আলোচনা প্রথম পর্যায়ের আলোচনা থেকে কাঠামোগতভাবে ভিন্ন হবে। প্রথম পর্যায়ে আমাদের উদ্দেশ্য ছিল ১৬৬টি সুপারিশ এবং প্রতিবেদনগুলোর বিষয়ে রাজনৈতিক দলগুলোর প্রত্যেকের আলাদা আলাদা অবস্থান বোঝা। তো সেটা তারা তাদের মতামত দিয়েছে, সেটি নিয়ে আমরা তাদের সঙ্গে আলোচনা করেছি।  

তিনি আরও বলেন, আমাদের দ্বিতীয় পর্যায়ের আলোচনা হবে বিষয়ভিত্তিক। বিশেষত প্রধান প্রধান বিষয়ে যেসব ভিন্নমত আছে, সেগুলো নিয়ে আমরা আলাদা আলাদা দল নয়, একত্রিতভাবে দল ও জোটগুলোকে সঙ্গে নিয়ে বসার পরিকল্পনা করছি।

এর আগে প্রথম পর্যায়ের আলোচনায় কোন কোন বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছেছে, সেই বিষয়ে লিখিত বক্তব্য তুলে ধরেন ঐকমত্য কমিশনের সহ-সভাপতি।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের সঞ্চালনায় ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, বদিউল আলম মজুমদার, ইফতেখারুজ্জামান, মো. আইয়ুব মিয়া।

এসসি/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ