ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মাদকসেবী যুবককে তিন মাসের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২২
মাদকসেবী যুবককে তিন মাসের কারাদণ্ড

বরিশাল: বরিশালের আগৈলঝাড়ায় গাঁজা সেবন করে পিতা-মাতাকে মারধরের অপরাধে বখাটে ছেলেকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডপ্রাপ্ত কাজী সানোয়ার হোসেন শুভ (২৬) আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের ভালুকশী গ্রামের কাজী সাইফুল ইসলামের ছেলে।

রোববার (১৮ সেপ্টেম্বর) সকালে তাকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন জানান, অভিযুক্ত সানোয়ার নিয়মিত মাদক সেবন করে আসছিলেন। মাদক সেবনে তার পরিবারের সদস্যরা বাধা দেওয়ায় তিনি পরিবারের সদস্যদের প্রায় সময়ই মারধর করতেন।

সানোয়ারের বাবা কাজী সাইফুল ইসলামের লিখিত অভিযোগের ভিত্তিতে শনিবার রাতে আগৈলঝাড়া থানার উপপরিদর্শক নুরে আলম সিদ্দিক ফোর্স নিয়ে অভিযান চালিয়ে নিজ ঘরে গাঁজা সেবনরত অবস্থায় সানোয়ারকে আটক করেন।

আটক সানোয়ার ভ্রাম্যমাণ আদালতের বিচারকের কাছে নিজের দোষ স্বীকার করায় বিচারক তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। তাকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২২
এমএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।