ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

জবির সামনে বাসচাপায় নিহত ১, আহত ২

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২২
জবির সামনে বাসচাপায় নিহত ১, আহত ২

(জবি): রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রধান ফটকের সামনে বাসচাপায় রিকশাযাত্রী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও দুজন।

 

রোববার (১৮ সেপ্টেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের (মিটফোর্ড) ওয়ার্ড মাস্টার মো. সাজ্জাদ মিয়া।

তিনি বলেন, বাসের চাপায় এক রিকশাযাত্রী নিহত হয়েছেন। তার বাড়ি টুঙ্গিপাড়া। তিনি মুন্সিগঞ্জে থাকতেন। তবে তার নাম জানা যায়নি। তার বাড়িতে খবর দেওয়া হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আহতদের মধ্যে একজন রিকশাচালক। অপরজন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিচ্ছন্নতা কর্মী। তার নাম আকাশ দাস।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাভার পরিবহনের একটি বাস দ্রুতগতিতে মোড়ে বাঁক নেওয়ার সময় রিকশাটিকে চাপা দেয়। এতে রিকশার এক যাত্রী ঘটনাস্থলেই মারা যান । আহত দুইজনকে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এ ব্যাপারে সূত্রাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হাসান মিয়া বলেন, আমরা বাসটি থানায় এনেছি। তবে চালক ও হেল্পার পলাতক রয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২২ 
ইআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।