ঢাকা, বুধবার, ২৫ বৈশাখ ১৪৩১, ০৮ মে ২০২৪, ২৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

প্রাতিষ্ঠানিক রূপ ও সহায়তা পাবে জিঞ্জিরার শিল্প

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৭ ঘণ্টা, আগস্ট ২২, ২০২২
প্রাতিষ্ঠানিক রূপ ও সহায়তা পাবে জিঞ্জিরার শিল্প

ঢাকা : হালকা প্রকৌশল শিল্প উন্নয়ন নীতিমালা-২০২২ এর খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এ নীতিমালার অধীনে প্রাতিষ্ঠানিক রূপ পাবে রাজধানীর জিঞ্জিরা এলাকার নানান শিল্প।

একই সঙ্গে সহায়তাও দেওয়া হবে এ শিল্পে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার (২২ আগস্ট) ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী গণভবন থেকে এবং মন্ত্রীরা সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষ থেকে বৈঠকে অংশ নেন।

বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, আমাদের দেশের হালকা প্রকৌশলগুলোকে (লাইট ইঞ্জিনিয়ারিং) একটা নীতিমালার মধ্যে নিয়ে আসা হয়েছে। এটার জন্য স্থানীয় শিল্পের প্রসার হবে এবং শিল্প খাতের ভূমিকা আরও বাড়বে। আমাদের অর্থনীতির উন্নয়ন আরও বৃদ্ধি পাবে। ২০৪১ সালের মধ্যে আমরা যে উন্নত দেশ হতে যাচ্ছি, সেক্ষেত্রে একটি বড় ভূমিকা রাখবে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, এটা একটা মৌলিক খাত হিসেবে আমাদের দেশে বিবেচিত হবে। যেমন- আমাদের জিঞ্জিরা এলাকায় যে শিল্পগুলো, এগুলোকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হবে। যারা অথেনটিক প্রডিউসার তারা অনেক রকমের ব্যাকআপ পাবে। বিশেষ করে বাংলাদেশ ব্যাংকের যে বিশেষ সুবিধা আছে, যেটা ২ শতাংশ সুদ। এ খাতগুলোতে নীতিমালা অনুসরণে বিনিয়োগ করলে তাহলে সে সুবিধাগুলো পাবে।

তিনি আরও বলেন, বাংলাদেশ ব্যাংকের ৫০০ কোটি টাকার একটা ফান্ড আছে, সে ব্যাংক থেকেও তারা ২ শতাংশ সুদে ঋণ নিতে পারবেন। নারী উদ্যোক্তাদের জন্যও একটা বিশেষ প্রবেশন আছে। ৫০ লাখ টাকা পর্যন্ত কোনো সিকিউরিটি ছাড়া ঋণ নিতে পারে। কিন্তু সেটা বিভিন্ন কারণে বিনিয়োগ হচ্ছিল না। বাংলাদেশ ব্যাংক এটাকে প্রমোট করবে, যাতে নারী উদ্যোক্তারাও যেন এ সেক্টরের অধীনে বেনিফিট পায়।

এসব শিল্পখাত যদি রপ্তানিমুখী হয় তাহলে সেক্ষেত্রে তারা আলাদা প্রণোদনা পাবে। এটা নিয়ে মন্ত্রিসভা একটি নির্দেশনা দিয়েছে যে, যেভাবে আমরা গার্মেন্টস সেক্টরকে ব্যাকআপ করি এসব ক্ষেত্রেও যারা রপ্তানিমুখী হবে তাদেরকে সে সুবিধা দিতে।

তিনি আরও বলেন, এখানে প্রায় ৪০ হাজার হালকা প্রকৌশল শিল্প রয়েছে। ৬ লাখ প্রযুক্তিগত দক্ষ এবং উদ্যোক্তা সক্রিয়ভাবে জড়িত রয়েছে। তাদের জন্য এটি প্রণোদনার কাজ হবে। তারা কাজের জন্য উৎসাহী হবে।

বাংলাদেশ সময় : ১৭৩৭ ঘণ্টা, আগস্ট ২২, ২০২২
এমআইএইচ/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।