ঢাকা, সোমবার, ১৬ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

তিস্তা পাড়ি দিতে গিয়ে দিনমজুরের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৭ ঘণ্টা, আগস্ট ২, ২০২২
তিস্তা পাড়ি দিতে গিয়ে দিনমজুরের মৃত্যু

কুড়িগ্রাম: কুড়িগ্রামের উলিপুর উপজেলায় পাট ধোয়ার কাজে যাওয়ার জন্য তিস্তা নদী পাড় হওয়ার সময় পানিতে ডুবে মহুবর রহমান (৫৮) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (০২ আগস্ট) সকালে উপজেলার দলদলিয়া ইউনিয়নের লাল মসজিদ এলাকায় মহুবরের মৃত্যু হয়।



প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মহুবর সকালে পাট ধোয়ার কাজে চরে যাওয়ার জন্য বাড়ির পাশের তিস্তা নদী সাঁতরিয়ে পাড়ি দিতে গিয়ে তীব্র স্রোতের তোড়ে পানিতে ডুবে যান। পরে স্থানীয় লোকজন দ্রুত তাকে নদী থেকে উদ্ধার করে গ্রাম্য চিকিৎসকের কাছে নেয়। ওই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির পানিতে ডুবে দিনমজুরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, আগস্ট ০২, ২০২২
এফইএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।