ঢাকা, বুধবার, ২৫ বৈশাখ ১৪৩১, ০৮ মে ২০২৪, ২৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাজধানীতে অভিযানে তিন মাদকবিক্রেতা গ্রেফতার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২০ ঘণ্টা, জুন ২১, ২০২২
রাজধানীতে অভিযানে তিন মাদকবিক্রেতা গ্রেফতার

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী ও রমনা মডেল থানা এলাকায় পৃথক অভিযানে ফেনসিডিল ও গাঁজাসহ তিন মাদকবিক্রেতাকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার মিরপুর বিভাগ।

গ্রেফতার তিনজন হলেন- মো. ইমন হোসেন, মো. আমির হোসেন ও মো. তুহিন মিয়া।

 

মঙ্গলবার (২১ জুন) মিরপুর বিভাগের সহকারী পুলিশ কমিশনার মো. আশরাফুল ইসলাম বাংলানিউজকে সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার (২০ জুন) রাতে যাত্রাবাড়ী দনিয়া বিশ্বরোডের আল-মদিনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে দুই জন মাদক বিক্রির জন্য অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ইমন ও আমিরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, অপর এক অভিযানে রমনা বেইলি রোডের ফকরুদ্দীন ক্যাফের সামনে থেকে তুহিন নামে আরেক মাদকবিক্রেতাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতার তিন জনের বিরুদ্ধে যাত্রাবাড়ী এবং রমনা মডেল থানায় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, জুন ২১, ২০২২
এজেডএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।