ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ মে ২০২৪, ১১ জিলকদ ১৪৪৫

জাতীয়

ভোট দিয়ে ঘরে ফিরে দেখেন ছেলের ঝুলন্ত মরদেহ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০০ ঘণ্টা, মে ৮, ২০২৪
ভোট দিয়ে ঘরে ফিরে দেখেন ছেলের ঝুলন্ত মরদেহ

সিলেট: সিলেট সদর উপজেলার গোপাল পশ্চিমপাড়া গ্রামের নজির আলীর স্ত্রী কামরুন্নাহার; বুধবার সকাল ৯টায় ভোটকেন্দ্রে যান ভোট দিতে। ঘরে রেখে যান ছেলে নুর আলমকে।

সকাল ১১টায় ভোট দিয়ে বাড়িতে এসে ছেলের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে আর্তচিৎকার দিয়ে জ্ঞান হারান।

বুধবার (৮ মে) দুপুরে ঘর থেকে নুর আলমের (২০) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে জালালাবাদ থানা পুলিশ।

স্থানীয়রা জানান, নূর আলমকে ঘরে রেখে তার মা কমরুন্নেছা সকাল ৯টার দিকে উপজেলা পরিষদ নির্বাচনের ভোট দিতে যান। বেলা ১১টার দিকে ফিরে এসে ঘরে ছেলের ঝুলন্ত দেহ দেখতে পেয়ে চিৎকার দিয়ে জ্ঞান হারান। প্রতিবেশীরা থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, স্থানীয়দের দেওয়া তথ্যে পুলিশ গিয়ে ঘরের ভেতরে ঝুলন্ত অবস্থা থেকে মরদেহ উদ্ধার করেছে। নিহতের মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, মে ০৮, ২০২৪
এনইউ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।