ঢাকা, রবিবার, ২ আষাঢ় ১৪৩১, ১৬ জুন ২০২৪, ০৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

ব্রহ্মপুত্রে গোসলে নেমে তলিয়ে গেল স্কুলছাত্র

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২০ ঘণ্টা, মে ৮, ২০২২
ব্রহ্মপুত্রে গোসলে নেমে তলিয়ে গেল স্কুলছাত্র

ময়মনসিংহ: ময়মনসিংহের ত্রিশালে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে মো. তামিম (১৫) নামে এক স্কুল শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। রোববার (৮ মে) দুপুর ১২টার দিকে ত্রিশাল উপজেলার কানিহারী ইউনিয়নের বাড়ইগাঁও ব্রহ্মপুত্র নদে এই ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করলেও এখনো নিখোঁজ শিক্ষার্থীর সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ শিক্ষার্থী মো. তামিম ত্রিশাল পৌরসভার ৪ নং ওয়ার্ডের বাসিন্দা মৃত কাউসার আলীর ছেলে এবং ত্রিশাল নজরুল একাডেমির ৮ম শ্রেণির শিক্ষার্থী।     

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈন উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, পাঁচ বন্ধু মিলে ব্রহ্মপুত্র নদের ওই স্থানে গোসল করতে নামে। এ সময় হঠাৎ তামিম পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়ে যায় বলে জানতে পেরেছি। বর্তমানে ঘটনাস্থলে কিশোরগঞ্জ সদর ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল কাজ করছে।  

এবিষয়ে ঘটনাস্থলে কর্মরত ডুবুরি দলের টিম লিডার মো. হানিফ মিয়া জানান, এখনো নিখোঁজ শিক্ষার্থীর সন্ধান পাওয়া যায়নি। তবে আমরা তাকে উদ্ধারের চেষ্টা করছি।    

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, ৮ মে, ২০২২
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।