ঢাকা, শুক্রবার, ২৭ বৈশাখ ১৪৩১, ১০ মে ২০২৪, ০১ জিলকদ ১৪৪৫

জাতীয়

দিনাজপুরে সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফুটালো শুভসংঘ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৫ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২২
দিনাজপুরে সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফুটালো শুভসংঘ

দিনাজপুর: হাফেজিয়া মাদরাসার ছাত্র ও সুবিধাবঞ্চিত শিশুদের হাতে ঈদের উপহার দিয়েছে কালের কণ্ঠ শুভসংঘ দিনাজপুর জেলা শাখার বন্ধুরা।

বৃহস্প্রতিবার (২৮ এপ্রিল) দিনাজপুর গোর-এ শহীদ বড় ময়দানে দক্ষিণ এশিয়ার সব চেয়ে বড় ঈদগাহ মিনারে হাফেজিয়া মাদরাসার ছাত্র ও সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ উপহার হিসেবে পাঞ্জাবি দেওয়া হয়।

উপহার পেয়ে শিুশুদের চোখে-মুখে হাসির ঝলক লক্ষ্য করা যায়। দিনাজপুরের শুভসংঘের বন্ধুরা প্রতি বছরে শিশুদের ঈদের উপহার দিয়ে থাকেন।

ঈদের উপহার বিতরণ সময় উপস্থিত ছিলেন, কালের কণ্ঠের দিনাজপুর প্রতিনিধি এমদাদুল হক মিলন, সাবেক কাউন্সিলর রমজান আলী, কালের কণ্ঠ শুভসংঘ দিনাজপুর শাখার সভাপতি মো. রাসেল ইসলাম, সহ-সভাপতি মোসাদ্দেক হোসেন, জাকিনুর বাবু, সাধারণ সম্পাদক রশিদুল ইসলাম, দিনাজপুর সরকারি কলেজ শাখার সহ-সভাপতি শরিফুল ইসলাম শরীফ, সাধারণ সম্পাদক ইয়াছির আরাফাত রাফি, প্রচার সম্পাদক তাহসিন ওয়ারিদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।