ঢাকা, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩১, ০২ মে ২০২৪, ২২ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ভারতে পাচারের সময় পাটগ্রামে ১০ টিয়া পাখি উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২২
ভারতে পাচারের সময় পাটগ্রামে ১০ টিয়া পাখি উদ্ধার উদ্ধার ১০ টিয়া পাখি

লালমনিরহাট: ভারতে পাচারের সময় লালমনিরহাটের পাটগ্রাম থেকে ১০টি টিয়া পাখি উদ্ধার করে করেছে স্থানীয়রা। তবে পাচারকারীরা পালিয়ে যাওয়া কাউকে আটক করা সম্ভব হয়নি।

 

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার পানবাড়ী এলাকার দহগ্রাম রোড থেকে পাখিগুলো উদ্ধার করা হয়।  

বিষয়টি নিশ্চিত করে পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বাংলানিউজকে জানান, পাখি পাচারকারী একটি চক্র ভারতে পাচারের উদ্দেশে ১০টি টিয়া পাখির একটি খাঁচা নিয়ে দহগ্রামের দিকে যাচ্ছিল। এ সময় স্থানীয়দের সন্দেহ হয়। এদিকে স্থানীয়রা বিষয়টি নিয়ে সন্দেহ করেছে বুঝতে পেরে পাখির খাঁচা ফেলে কৌশলে পালিয়ে যায় পাচারকারীরা। পরে স্থানীয়রা পাখিগুলো উদ্ধার করে থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে ১০টি টিয়া পাখি উদ্ধার করে। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।  

বিষয়টি ঊর্ধ্বতন মহলকে জানানো হয়েছে। তাদের সিদ্ধান্তে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।