ঢাকা, সোমবার, ১৯ কার্তিক ১৪৩১, ০৪ নভেম্বর ২০২৪, ০২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ধামরাইয়ে শর্ট সার্কিট থেকে স্কুলে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১১ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২২
ধামরাইয়ে শর্ট সার্কিট থেকে স্কুলে আগুন ধামরাইয়ে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে স্কুলে আগুন।

সাভার (ঢাকা): ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক সংযোগের শর্ট সার্কিট থেকে স্পার্কিং হয়ে একটি স্কুলে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই তা নির্বাপন করেছে ফায়ার সার্ভিস।

শুক্রবার (২১ জানুয়ারি) রাত ৯টার দিকে ধামরাই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এর আগে, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ধামরাই উপজেলার সুয়াপুর স্কুল এন্ড কলেজে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ধামরাই ফায়ার সার্ভিসের সাব-অফিসার বেলায়েত হোসেন বলেন, স্কুলে অগ্নিকাণ্ডের খবরে দ্রুত তাদের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে প্রায় এক ঘণ্টার চেষ্টায় রাত ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তবে ততক্ষণে একতলা আধাপাকা টিনশেড স্কুলের ৪০ ফুট দৈর্ঘ্যের একটি কক্ষের কিছু অংশ পুড়ে যায়। আশপাশে ইটের দেয়াল থাকায় আগুন সেভাবে ছড়াতে পারেনি।

তিনি আরও বলেন, ক্ষয়ক্ষতি তেমন একটা হয়নি। কেউ হতাহতও হয়নি।

বাংলাদেশ সময়: ০১১০ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২২
এসএফ/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।