ঢাকা, সোমবার, ৬ আশ্বিন ১৪৩২, ২২ সেপ্টেম্বর ২০২৫, ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

আওয়ামী লীগের ঝটিকা মিছিলের ৮ জন গ্রেপ্তার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৭, সেপ্টেম্বর ২১, ২০২৫
আওয়ামী লীগের ঝটিকা মিছিলের ৮ জন গ্রেপ্তার

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ঝটিকা মিছিলে অংশ নেওয়া ও সংগঠনবহির্ভূত কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও আট নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন— ১. গাজীপুর কাজী আজিম উদ্দিন কলেজের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক ও গাজীপুর মহানগর ছাত্রলীগের উপ-প্রচার সম্পাদক কামরুল ইসলাম শাকিল (৩৪); তাকে গাজীপুর সদর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। ২. রাজধানীর দক্ষিণখান এলাকা থেকে গ্রেপ্তার হন ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ-সভাপতি আল ইত্তেহাদ রোহান (২৯)। ৩. ৪৬ নম্বর ওয়ার্ড (গেন্ডারিয়া) আওয়ামী লীগের সহ-সাংগঠনিক সম্পাদক মো. হাসান (৩২); গেন্ডারিয়ার লোহারপুল কে বি রোড এলাকা থেকে গ্রেপ্তার। ৪. ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক লাহুল হোসেন (৩১); কলাবাগান এলাকা থেকে গ্রেপ্তার। ৫. আওয়ামী লীগ সমর্থক তানভীর রেজওয়ান ভূঁইয়া (৪৮); মিরপুর সেকশন-৬ এলাকার একটি বাসা থেকে গ্রেপ্তার। ৬. কুমিল্লা মুরাদনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. ইয়াসিন আহমেদ রবিন (৩৫); রাজধানীর ডেমরা এলাকা থেকে গ্রেপ্তার। ৭. কেন্দ্রীয় ছাত্রলীগ কমিটির সাবেক সহ-সম্পাদক ও ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি, বাগেরহাটের মোংলা পৌরসভা ছাত্রলীগের সাবেক সদস্য মো. সজিব কাজী (৩৪); পল্টনের চামেলীবাগ এলাকা থেকে গ্রেপ্তার। ৮. হাজারীবাগ থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক প্রভাত চৌধুরী (৩১); হাজারীবাগ এলাকা থেকে গ্রেপ্তার হন।

গোয়েন্দা সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে মো. ইয়াসিন আহমেদ রবিন রাজধানীর ধানমন্ডিসহ বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলে নেতৃত্ব দেন এবং অংশগ্রহণকারীদের লোক সরবরাহ ও আর্থিক সহায়তা দিতেন।  

ডিবি জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এজেডএস/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।