ঢাকা, বৃহস্পতিবার, ২৩ আশ্বিন ১৪৩২, ০৯ অক্টোবর ২০২৫, ১৬ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

ভারতের পররাষ্ট্র সচিবের মন্তব্য ‘একেবারেই অযৌক্তিক’: পররাষ্ট্র উপদেষ্টা

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৭, অক্টোবর ৮, ২০২৫
ভারতের পররাষ্ট্র সচিবের মন্তব্য ‘একেবারেই অযৌক্তিক’: পররাষ্ট্র উপদেষ্টা পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন

বাংলাদেশের জাতীয় নির্বাচনসহ বিভিন্ন ইস্যুতে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির সাম্প্রতিক মন্তব্যকে ‘একেবারেই আনওয়ারেন্টেড’ (অযৌক্তিক) বলে অভিহিত করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।  

বুধবার (৮ অক্টোবর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

বিক্রম মিশ্রির সাম্প্রতিক মন্তব্যের বিষয়ে জানতে চাওয়া হলে তৌহিদ হোসেন বলেন, ‘এ বক্তব্যটাকে আমি এভাবেই দেখি যে, এটা তাদের বিষয় নয়, এটা সম্পূর্ণ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। এ ধরনের কমেন্ট একেবারেই আনওয়ারেন্টেড। ’

গত সোমবার (৬ অক্টোবর) দিল্লিতে বাংলাদেশের কূটনৈতিক সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে দেশটির পররাষ্ট্র সচিব মিশ্রি বলেন, ভারত প্রত্যাশা করে বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তি ও অংশগ্রহণমূলক নির্বাচন হবে। আগামী নির্বাচনের পর জনগণের সমর্থন নিয়ে যারাই ক্ষমতায় আসুক তাদের সঙ্গেই গভীর সম্পর্ক রাখতে আমরা আগ্রহী

আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর ঢাকার বাসায় কয়েকটি দেশের রাষ্ট্রদূতের বৈঠক প্রসঙ্গে জানতে চাওয়া হলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘তারা (রাষ্ট্রদূতরা) একজন ব্যক্তির বাসায় গিয়েছেন। যদি তিনি (সাবের হোসেন) অপরাধী হতেন, তাহলে তাকে অবশ্যই হেফাজতে রাখা হতো। এমন কিছু হয়নি। ’

তিনি বলেন, ‘রাষ্ট্রদূতরা যে কারো বাসায় যেতে পারেন। সেখানে তারা কী নিয়ে আলোচনা করেছেন, তা নিয়ে বিতর্ক থাকতে পারে। কিন্তু রাষ্ট্রদূতরা গিয়েছেন— এটি নিয়ে আমাদের বলার কিছু নেই। ’

৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে নির্বাচনের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, বাংলাদেশ ফিলিস্তিনের সঙ্গে মুখোমুখি হবে না।

এনডি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।