ঢাকা, বৃহস্পতিবার, ২৩ আশ্বিন ১৪৩২, ০৯ অক্টোবর ২০২৫, ১৬ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

রাজধানীতে জুয়েলারি দোকান থেকে ১২৫ ভরি স্বর্ণালংকার চুরি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৩৫, অক্টোবর ৮, ২০২৫
রাজধানীতে জুয়েলারি দোকান থেকে ১২৫ ভরি স্বর্ণালংকার চুরি লিলি গোল্ড হাউজ

রাজধানীর যাত্রাবাড়ীর একটি জুয়েলারি দোকান থেকে ১২৫ ভরি স্বর্ণালংকার ও নগদ ২ লাখ ৭৫ হাজার টাকা চুরি হয়েছে। চুরি যাওয়া স্বর্ণের অনুমানিক বাজারমূল্য ২ কোটি ৩৭ লাখ ৫০ হাজার টাকা।

গত রোববার (৫  অক্টোবর) রাতে যাত্রাবাড়ী চৌরাস্তা মোড় সংলগ্ন হাজী সামাদ সুপার মার্কেটের ভেতরে রায়হান সুপার মার্কেটের দ্বিতীয় তলার ‘লিলি গোল্ড হাউজ’ নামের জুয়েলারি দোকানে এই চুরির ঘটনা ঘটে।

এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় ৩-৪ জনের বিরুদ্ধে মামলা করেছেন লিলি গোল্ড হাউজের মালিক মো. জাকির হোসেন (৩৭)।

মামলার এজাহারে তিনি বলেন, গত রোববার রাত আনুমানিক সাড়ে ৯টার সময় তিনি ও তার দোকানের কর্মচারী মিজানুর রহমান রাকিব দোকান বন্ধ করে বাসায় চলে যান। পরদিন সোমবার (৬ অক্টোবর) সকাল আনুমানিক সাড়ে ১০টায় তিনি ও তার দোকানের ওই কর্মচারী একই সাথে দোকানের বন্ধ তালা চাবি দিয়ে খুলে দোকানের ভেতরে প্রবেশ করে দেখতে পান, দোকানের ডিসপ্লেতে থাকা প্রায় ১২৫ ভরি স্বর্ণলংকার, যার বর্তমান বাজার মূল্য ২ কোটি ৩৭ লাখ ৫০ হাজার টাকা ও ক্যাশ বাক্সে থাকা নগদ ২ লাখ ৭৫ হাজার টাকা সেখানে নেই এবং জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে।

এজাহারে আরও বলা হয়, তাৎক্ষণিকভাবে জাকির হোসেনের চিৎকারে আশেপাশের দোকানের ব্যবসায়ীরা তার দোকানে আসেন এবং দেখতে পান দোকানের উত্তর পাশের দেয়ালের নিচের বেশ কিছু অংশ ভাঙা অবস্থায় আছে। দেয়াল কাটা দেখতে পেয়ে ওই মার্কেটের ব্যবসায়ীরাসহ পাশের দোকানের সামনে গিয়ে তিনি দেখেন, পাশের দোকানের শাটার খোলা এবং ভেতরে থাইগ্লাস চাপানো। আশেপাশের দোকানের ব্যবসায়ীরাসহ ওই দোকানের থাইগ্লাসের দরজা খুলে ভেতরে ঢুকে দেয়াল কাটার বিভিন্ন সরঞ্জাম দেখতে পান।

এজাহারে বলা হয়, গত ২ মাস আগে পাশের দোকানটি অজ্ঞাতনামা ৩/৪ জন লোক দোকান মালিক জনৈক আলাউদ্দিনের ভগ্নিপতি শহিদুল ইসলাম রতনের কাছ থেকে থ্রি-পিস ব্যবসার জন্য ভাড়া নেন। জাকির হোসেনের ধারণা পাশের দোকানের অজ্ঞাতনামা ওই লোকেরা পূর্ব পরিকল্পিতভাবে পাশের দোকান থেকে তার দোকানের দেয়াল কেটে দোকানের ভেতর ঢুকে স্বর্ণালংকারসহ নগদ টাকা চুরি করে নিয়ে গেছে।

এ বিষয়ে জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) সালাউদ্দিন বলেন, কাপড়ের ব্যবসার নামে পাশের দোকান ভাড়া নেওয়া ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে। তারা ভুয়া কাগজপত্র নিয়ে দোকান ভাড়া নিয়েছিল। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তাদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এসসি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।